চিনার পার্কের কাছে আটঘরায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন গিয়ে পৌঁছায়। কিন্তু দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পরও বাঁচানো যায়নি বসতির বেশির ভাগ বাড়ি। বেশির ভাগ ঘরই চলে গিয়েছে আগুনের গ্রাসে। এলাকা জুড়ে এখন শুধুই হাহাকার। সূত্রের খবর, ঘিঞ্জি এই এলাকায় বাড়িগুলির মধ্যে সামান্য দূরত্ব নেই বললেই চলে, তার উপর দাহ্য পদার্থ মজুত করা ছিল প্রায় প্রতিটি ঘরেই। তাই সহজেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘণ্টা দেড়েক কেটে গেলেও আগুন এখনও আয়ত্ত্বের বাইরে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, ঝুপড়িগুলিতে দাহ্য পদার্থ থাকত। সেই জন্যই আগুন নিয়ন্ত্রণে আনতে এত লড়াই করতে হচ্ছে।
তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় ।
স্থানীয় কাউন্সিলরকে দেখেই এলাকাবাসীর একাংশ ক্ষোভে ফেটে পড়ে। কেউ কেউ তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলে। তার দিকে তেড়েও যায় গৃহহারা মানুষজন।
'ঘরে মজুত থাকত প্রচুর দাহ্য', চিনার পার্কের কাছে বিধ্বংসী আগুনে ছাই শতাধিক ঝুপড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2020 01:21 PM (IST)
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, ঝুপড়িগুলিতে দাহ্য পদার্থ থাকত। সেই জন্যই আগুন নিয়ন্ত্রণে আনতে এত লড়াই করতে হচ্ছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -