মুম্বই: ২ মাস ধরে স্বামীর সঙ্গে কোয়ারান্টাইনে। ঝগড়াঝাঁটি চলছে এন্তার, টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি, খাবার নিয়ে খুঁতখুতানি। হাঁফিয়ে উঠেছে সোনু সুদের শরণাপন্ন হয়েছেন এক মহিলা। তাঁর কাতর অনুরোধ, হয় ওকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন নয় আমাকে কোথাও একটা পাঠান। দেখুন, কী বললেন সোনু।

মহিলার নাম সুশ্রিমা আচার্য। দিনের পর দিন স্বামীর সঙ্গে এক ছাদের তলায় কাটাতে কাটাতে বিরক্ত হয়ে উঠেছেন সুশ্রিমা। আর সব হতাশার তো এখন একটাই সমাধান- সোনু সুদ। সোনুকে তিনি টুইট করেছেন, হয় ওকে, নয় আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দিন। ২ মাসের ওপর ধরে লোকটার সঙ্গে রয়েছি আমি, আর পারছি না।


জবাবে সোনু বলেছেন, আমার আরও একটা ভাল প্ল্যান আছে। চলুন, আপনাদের দুজনকেই গোয়া পাঠিয়ে দিই, কী বলেন?

লকডাউন শুরু হওয়ার পর থেকে পরিায়ী শ্রমিকদের নিজের খরচায় বাড়ি পাঠিয়ে চলেছেন সোনু। করোনা আক্রান্ত দেশে তিনি এখন উঠে এসেছেন নায়কের ভূমিকায়।