নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসের খবর সামনে এনেছিলেন। ফের জেল হল চিনের সেই মহিলা সাংবাদিক Zhang Zhan-এর।  বিনা প্ররোচনায় ঝুট-ঝামেলায় জড়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগে ফের চার বছর কারাবাসের সাজা শোনানো হল তাঁকে। আগেই চার বছর জেল হেফাজতে কাটিয়ে ফেলেছেন Zhang. (Zhang Zhan Jailed in China)

Continues below advertisement

২০২০ সালের গোড়ায় চিনে করোনার প্রকোপের খবর প্রথম সামনে আনেন ৪২ বছরের Zhang. সেই সময় COVID-19 ভাইরাসের ভরকেন্দ্র, উহান থেকে প্রতি মুহূর্তের খবর তুলে ধরছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাসে Zhang-কে জেলে পাঠানো হয় বলে জানা যায়। সেবারও ঝুটঝামেলা পাকানোর অভিযোগ তোলা হয়েছিল। যদিও মানবাধিকার সংগঠনগুলির দাবি, উহান থেকে COVID-19 নিয়ে খবর করার জন্যই জেরে পোরা হয় Zhang-কে। (China News)

Reporters Without Borders জানিয়েছে, শুক্রবার Zhang-কে চার বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। বিনা প্ররোচনায় তিনি ঝামেলা পাকিয়েছেন, ঝগড়াঝাঁটি করেছেন বলে অভিযোগ তোলা হয়। এর আগে, ২০২০ সালেও ঠিক এই যুক্তিতেই জেলে পোরা হয়েছিল তাঁকে। আদালতে Zhang নিজের আইনজীবী রাখতে পেরেছিলেন কি না, তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স। 

Continues below advertisement

Reporters Without Borders-এর এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আধিকারিক আলেকসান্দ্রা বিলাকাওস্কা বলেন, “Information Hero হিসেবে ওঁর কাজ উদযাপন করা উচিত। জেলের কুঠুরি ওঁর জায়গা নয়। এই শাস্তি কাম্য নয় ওঁর। এখনই সব সমাপ্ত হওয়া দরকার। আন্তর্জাতিক মহলের উচিত বেজিংয়ের উপর চাপ সৃষ্টি করা।”

নোভেল করোনাভাইরাসের প্রকোপে গোটা পৃথিবী যখন একটু একটু করে অতিমারিতে আক্রান্ত হচ্ছে, সেই সময় নিজের প্রাণ বাজি রেখে উহান থেকে খবর তুলে ধরছিলেন Zhang. শুনশান রাস্তা, উপচে পড়া হাসপাতালের যে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি, তা দেখেই পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারেন সকলে। 

সেই সময় Zhang-এর আইনজীবী রেন কুয়ানিউ জানিয়েছিলেন, বাক্ স্বাধীনতার অধিকার প্রয়োগ করাতেই শাস্তি পেতে হচ্ছে তাঁর মক্কেলকে। গ্রেফতার হওয়ার পর সেই সময় অনশনেও বসেন Zhang. তাঁকে নিরস্ত করতে দুই হাত বেঁধে দেয় পুলিশ। নলের সাহায্য়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত ২০২৪ সালের মে মাসে জেল থেকে মুক্তি পান Zhang. কিন্তু তিন মাস পর ফের আটক করা হয় তাঁকে। পরে ফের গ্রেফতার করে শাংহাইয়ের পুদং বন্দিশিবিরে রাখা হয়। 

Reporters Without Borders জানিয়েছে, Zhang-এর মানবাধির লঙ্ঘিত হয়েছে। তাঁর আইনজীবী জানান, বিদেশি সংবাদমাধ্যমে তাঁর মক্কেল যে মন্তব্য করেন, তার জন্যই শাস্তি পেতে হচ্ছে তাঁকে।  ঠিক কী কারণে Zhang-কে গ্রেফতার করা হয়েছে, সরকারের তরফে তা স্পষ্ট করে জানানোও হয়নি। 

রয়টার্স জানিয়েছে, সাংবাদিকদের জন্য পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কারাগার রয়েছে চিনেই। এই মুহূর্তে কমপক্ষে ১২৪ জন সংবাদকর্মী সেখানকার জেলে বন্দি রয়েছেন। সংবাদমাধ্যমের স্বাধীনতায় ১৮০টি দেশের মধ্যে চিন ১৭৮তম স্থানে রয়েছে।