বেজিং : একাধিক রাষ্ট্রনেতার উপস্থিতিতে তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে গত রবিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক দেশের প্রধানমন্ত্রী। তাঁরা মোদিকে অভিনন্দন জানান। এবার অভিনন্দন বার্তা এল চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছ থেকে। অভিনন্দন-বার্তা পাঠিয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক দিশায় নিয়ে যেতে নয়াদিল্লির সঙ্গে কাজ করতে চায় বেজিং।


চিনে রাষ্ট্রপোষিত জিনহুয়া নিউজ এজেন্সির মারফৎ এক বার্তায় লি বলেন, 'চীন-ভারত সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল বিকাশ শুধু দুই দেশের জনগণের মঙ্গলের জন্যই সহায়ক হয়ে উঠবে তা নয়, বরং এই অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তির জোগান দেবে। দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে চিন ভারতের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।' 


লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরে গত ৫ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছিল চিনের বিদেশ মন্ত্রক। তাদের তরফে বলা হয়েছিল, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে উভয় দেশের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। চার বছর আগে গালওয়ানের ঘটনার পর থেকে উভয় দেশের সম্পর্ক 'জমাটবদ্ধ' হয়ে আছে। তাকে স্বাস্থ্যকর ও স্থিতিশীল দিশায় নিয়ে আসতে হবে।


গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছিলেন, 'ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা।' শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচকে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন বার্তা পাঠানো নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, "ওঁদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের কোনও বিবৃতি নেই। যেহেতু নতুন ভারত সরকার এখনও সরকারিভাবে শপথ নেয়নি, তাই অভিনন্দন বার্তা পাঠানোটা "অপরিণত" বিষয় হবে। ভারত-সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই পাকিস্তান সবসময়ই পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কে বিশ্বাস করেছে। আমরা ক্রমাগত গঠনমূলক আলোচনা চালিয়ে গেছি। জম্মু ও কাশ্মীরের মতো বিবাদ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।"


মোদির শপথে শামিল হয়েছিলেন- নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড', শ্রীলঙ্গার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ প্রমুখ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।