লখনউ: উত্তরপ্রদেশের যে নিখোঁজ কলেজছাত্রীকে নিয়ে আলোড়ন চলছে, রাজস্থানে তার খোঁজ মিলেছে বলে জানাল পুলিশ। ওই ছাত্রীর বাবার দাবি, তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেছেন বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ। উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ও পি সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার সকালে মেয়েটিকে পাওয়া গিয়েছে, সে ভালই আছে। সরকারি ট্যুইটার হ্যান্ডলে উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, শাহজাহানপুরের ঘটনায় মেয়েটিকে রাজস্থানে তার বন্ধুর সঙ্গে খুঁজে পেয়েছে শাহজাহানপুর পুলিশ। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে। তাকে শাহজাহানপুর নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও পি সিংহ। পুলিশের টিম গত কয়েকদিন ধরে এ ব্যাপারে কাজ করছিল বলেও জানান তিনি। চিন্ময়ানন্দের ট্রাস্ট পরিচালিত একটি কলেজের ২৩ বছরের আইনের ছাত্রী মেয়েটির গত শনিবার থেকে হদিশ ছিল না। ঠিক তার আগের দিন সে সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করে, এক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে খুনের হুমকি দিচ্ছেন, হেনস্থা করছেন। চিন্ময়ানন্দের নাম সরাসরি করেনি সে, শুধু ‘সন্ত সমাজের এক প্রভাবশালী সিনিয়র নেতা’ বলে উল্লেখ করে। আরও অনেক মেয়ের জীবন তিনি নষ্ট করেছেন বলেও অভিযোগ করে সে। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে চিন্ময়ানন্দের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে পুলিশ। বুধবার নিখোঁজ ছাত্রীর ছবি সহ পোস্টার দেয় পুলিশ। চিন্ময়ানন্দ অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। ২০১১ সালেও তাঁর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। তাঁর আশ্রমের বাসিন্দা এক মহিলাকে ধর্ষণে অভিযুক্ত হন তিনি।