পুনে: ১৯৭৩ সালের পর ২০২৩। অবিভক্ত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাড়ওয়াল অঞ্চলের পর মহারাষ্ট্রের (Maharashtra) পুনে। স্থান ও কাল আলাদা হলেও দুটি জায়গা এখন ভীষণ কাছাকাছি। বৃক্ষনিধন আটকাতে দু'জায়গার বাসিন্দারাই যে এগিয়ে এসেছেন। পুনে রিভার ডেভলপমেন্ট ফ্রন্ট প্রজেক্টের জন্য যে গুচ্ছ গুচ্ছ গাছ কেটে ফেলা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে এগিয়ে এসেছেন স্থানীয়রা। শুরু হয়েছে 'চলো চিপকো' (Chalo Chipko Protest) আন্দোলন।   


কী চলছে প্রতিবাদে?
সংবাদসংস্থা পিটিআইয়ের মতে, প্রতিবাদীরা রীতিমতো গাছ আঁকড়ে ধরে বৃক্ষনিধনের বিরোধিতা করছেন। রয়েছে প্ল্যাকার্ড, স্লোগানও। সব মিলিয়ে পুনের মুলার নদীর তীর ধরে এখন প্রায়ই মানবশৃঙ্খলের ছবি। নদীতীর ধরে ৪৪ কিলোমিটার এলাকা এই প্রকল্পের জন্য ভাবা হয়েছিল। গত বছর মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আন্দোলনকারীদের দাবি, প্রকল্পটির রূপায়নে অন্তত কয়েক হাজার বিরল ও পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। মুলা নদীর তীরে প্রায় ১ কিলোমিটার ধরে এই বৃক্ষনিধন চলেছে। এ জন্য পুনে মিউনিসিপাল কর্পোরেশনকেই দায়ী করেছেন আন্দোলনকারীরা। নদী পুনরুজ্জীবনের নামে তীরবর্তী সবুজ নষ্ট করে ফেলার অভিযোগ রয়েছে পুনে মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে। 


কী বলছে পুনে মিউনিসিপাল কর্পোরেশন?
অভিযোগ মানতে চায়নি পুনে মিউনিসিপাল কর্পোরেশন। তাদের বক্তব্য, এই প্রকল্পের জন্য কোনও পুরনো ও বিরল গাছ কাটা হয়নি। পাশাপাশি একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা এও জানায়, প্রকল্পটির জন্য কিছু গাছ কাটা দরকার ছিল। কিন্তু তার পরিবর্তে ৬৫ হাজার বৃক্ষরোপণ করা হবে। আন্দোলনকারীরা অবশ্য এই সব যুক্তি শুনতে রাজি নন। তাঁদের বক্তব্য, এর ফলে ওই এলাকার দুই নদী, মুলা ও মুথার জলস্তর অন্তত ৫ ফুট উঠে আসবে। কারণ তাদের জলধারার পরিসর কমিয়ে আনা হচ্ছে। সারাং ইয়াড়ওয়াদকার নামে এক আন্দোলনকারীর কথায়, 'একটিও গাছ কাটা হবে না, এই মর্মেই প্রকল্পটির জন্য পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু পুনে মিউনিসিপাল কর্পোরেশন কোনও অনুমোদন ছাড়াই লাগামছাড়া বৃক্ষনিধন শুরু করেছে।' যদিও পুনে মিউনিসিপাল কর্পোরেশনের এক অফিসারের দাবি, এই প্রকল্পটির উদ্দেশ্যই হল নদীর দু'ধারকে বন্যার হাত থেকে রক্ষা করা। এবং পুনে শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে বৃক্ষরোপণও করা হবে। এতে অবশ্য মোটেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। অতএব গাছ জড়িয়ে সবুজ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা।


আরও পড়ুন:শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?