কলকাতা: +92 দিয়ে শুরু, এমন নম্বর থেকে আপনার কি ফোন আসছে? সাবধান। জানেন কি, এই ধরনের নম্বর পাকিস্তানের! পাক কোড নম্বর থেকে এ রাজ্যে ফোন করে দেওয়া হচ্ছে আর্থিক পুরস্কার জেতার টোপ। ফাঁদে পা দিলে মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলে, সতর্ক করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। এব্যাপারে নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েথছে সিআইডি।
এই ধরনের ফোন পেলে আভিযোগ জানাতে পারেন আপনিও। চালু হয়েছে হেল্প লাইন নম্বর। এগুলি হল, 14407, 79801-24487, 033-2449-0253
সিআইডি সূত্রে খবর, +92 দিয়ে শুরু পাকিস্তানের কোড নম্বর থেকে ফোন করে লাকি ড্র জেতার টোপ দিয়ে ফোন আসছে এরাজ্যের বাসিন্দাদের কাছে। মিসড কল দেখে ওই নম্বরে ফোন করলে, মোবাইলের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সিআইডি-র কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিআইডি। চালু হয়েছে হেল্প লাইন নম্বর।
পাকিস্তানের এসটিডি কোড থেকে এধরনের ফোন এলে, হেল্প লাইনে অভিযোগ জানাতে বলা হয়েছে সিআইডি-র তরফে।