কলকাতা: করোনা চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে ফের একগুচ্ছ অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন।
ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে -- ‘করোনা সুরক্ষার নামে বাড়তি বিল নয়। পিপিই-গ্লাভস-স্যানিটাইজারের নামে বাড়তি বিল নয়। এই জাতীয় খরচের সর্বাধিক বিল করা যাবে ১ হাজার টাকা।
অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ‘আউটডোরে করোনা সুরক্ষায় নেওয়া যাবে সর্বাধিক ৫০ টাকা। করোনা পরীক্ষার জন্য ২২৫০ টাকার বেশি নেওয়া যাবে না।
পাশাপাশি, নমুনা বাড়িতে গিয়ে নেওয়ার ক্ষেত্রেও খরচ বাঁধল কমিশন। বলা হয়েছে, ‘কিলোমিটার প্রতি ১৫ টাকার বেশি যাতায়াত খরচ নয়। জোর করে হাসপাতালের বেড আটকাতে পারবেন না রোগীরা।
অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, ‘ডাক্তার ছুটি লেখার পরেও থাকলে পাঠানো হবে সেফ হোমে। হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত শুধুমাত্র অন ডিউটি চিকিৎসকের। আইসিইউ-আইটিইউ-তে পাঠানোর সিদ্ধান্তও তাঁর। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীদের দামি অ্যান্টোবায়োটিক নয়। দিতে হবে সস্তার ওষুধ, উল্লেখ অ্যাডভাইসরিতে।