নয়া দিল্লি: আপনি যদি চাকরি (Job) খুঁজে চলেছেন, তাহলে সতর্ক থাকুন এবার। বিশেষ করে সোশাল মিডিয়ায় (Social Media)। চাকরির আবেদন দেখলেই সেখানে ক্লিক করা বন্ধ করুন অবিলম্বে। কারণ, সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে সোশাল মিডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে গিয়ে এক ব্যক্তি ৮ লক্ষ খুইয়েছেন।
বর্তমানে প্রতারকরা ভুল পথে মানুষের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। প্রতারণার একটি নতুন ঘটনা সামনে এসেছে যেখানে দিল্লির এক মহিলা ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় তার কষ্টার্জিত ৮.৫ লক্ষ টাকা হারিয়েছেন। একটি সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, দিল্লির এক মহিলা ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপন দেখেছিলেন। সেখানে ক্লিক করতেই সাড়ে ৮ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে।
ঠিক কী ঘটেছে?
দিল্লির এক মহিলা ইনস্টাগ্রামে স্ক্রোল করছিলেন যখন তিনি একটি চাকরির বিজ্ঞাপন দেখেছিলেন। এরপর সেই লিঙ্ক থেকেই আরেকটি লিঙ্ক খুলে যায়। সেখানে এয়ারলাইন জবস অল ইন্ডিয়া নামে একটি পেজ খুলেছিল। সেখানে বিশদ বিবরণ দিতে বলা হয়েছিল। ফর্মটি পূরণ করা হতেই রাহুল নামে এক অজানা ব্যক্তির কাছ থেকে একটি কল আসে মহিলার কাছে। রেজিস্ট্রেশন ফি হিসাবে ৭৫০ টাকা দিতে বলা হয়েছিল। এরপরই টাকা কাটতে শুরু করে অ্যাকাউন্ট থেকে।
আরও পড়ুন, চামড়ার নিচে কিলবিল করছে পোকা! রোগীকে দেখে ভয়ে সিঁটিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ
তবে অভিযুক্তকে ট্রেস করে পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে।
সম্প্রতি কলকাতাতেও প্রতারণার ঘটনা ঘটেছে। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারণার শিকার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এক মহিলা। বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার প্রতারণা চক্রের মূল পাণ্ডাসহ তিনজন। উদ্ধার ২০০টি কম্পিউটার, ৪০টি মোবাইল ফোন, ডেবিট কার্ড, সহ অসংখ্য নথি। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।