নয়াদিল্লি: প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর উদ্যোগে শুরু হয়েছিল ব্যাঘ্রপ্রকল্প। দেশে বাঘ সংরক্ষণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই প্রকল্পেরই ৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। 


আর কদিন পরেই কর্নাটকে (Karnataka) মসনদের লড়াই। তার আগে দক্ষিণের রাজ্যে অন্যরূপে প্রধানমন্ত্রী। মোদি ঘুরে দেখলেন বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প। সেখান থেকেই বাঘসুমারি রিপোর্ট প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। ওই রিপোর্ট অনুযায়ী গত চার বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে যে সংখ্যাটা ছিল ২ হাজার ৯৬৭, ২০২২ সালে সেটাই বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭।


একদিকে চোরাশিকার, অন্যদিকে বাসস্থান ধ্বংস এবং খাদ্যসঙ্কট- এই কারণেই বাঘের অস্তিত্ব সঙ্কটের মুখে। সত্তরের দশকের একেবারে প্রথমে এমনই রিপোর্ট হাতে আসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর। তারপরেই ১৯৭৩ সালের নভেম্বরে প্রজেক্ট টাইগার বা ব্য়াঘ্র প্রকল্প কর্মসূচি শুরু করে ইন্দিরা গাঁধীর নেতৃত্বাধীন সরকারের বন ও পরিবেশ মন্ত্রক। সেই প্রকল্পেরই সুবর্ণ জয়ন্তী উদযাপন করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা IBCA-র আন্তর্জাতিক সম্মেলনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


যদিও প্রধানমন্ত্রীর বক্তৃতায় বাঘ সংরক্ষণে ইন্দিরা গাঁধীর উদ্যোগের সেরকম কোনও উদ্যোগ ছিল না। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছে কংগ্রেস। একটি কমিক চরিত্রের ছবি নিয়ে একাধিক ছবি ট্যুইট করা হয়েছে।


 






অন্যরূপে মোদি:
বরাবরই কুর্তা-পাজামায় দেখা যায় মোদিকে। সঙ্গে থাকে উত্তরীয় অথবা মোদি জ্যাকেট। এদিন কিন্তু সাফারিতে একেবারে অন্যরূপে দেখা গেল মোদিকে। কালো টুপি, খাকি প্যান্ট, জলপাই রঙের টি-শার্ট। হাতে ভাঁজ করা হাতকাটা জ্যাকেট। জংলা পোশাকে সেজে দাক্ষিণাত্যে ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী। এদিন কর্ণাটকের বন্দিপুরের পাশাপাশি, তামিলনাড়ুর মুদুমালাই ব্যাঘ্র প্রকল্প ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মহীশূরের বন্দিপুরে বনাধিকারিক ও বন কর্মীদের সঙ্গে কথা বলেন। পড়শি রাজ্য তামিলনাড়ুর মুদুমালাই ব্যাঘ্র প্রকল্পের থেপাক্কাডু ক্যাম্পে গিয়ে হাতিদের আখ খাওয়ান মোদি। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরের জন্য আগে থেকেই বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পে সাধারণ পর্যটকদের জন্য সাফারি বন্ধ ছিল। ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য বন্ধ ছিল সাফারি।


আরও পড়ুন: চার বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি ২০০, প্রধানমন্ত্রীর হাতে প্রকাশিত ব্যাঘ্রসুমারি