নয়াদিল্লি: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। দেরাদুনের (Dehradun) সারখেত গ্রামে হড়পা বান। আটকে পড়েন গ্রামবাসীরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। দেরাদুনে তামাসা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন টপকেশ্বর মহাদেবের মন্দির।


প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারত: হিমাচল প্রদেশেও (Himachal Pradesh) প্রবল বৃষ্টি হচ্ছে। কাংড়ায় জলের তোড়ে ভেঙে পড়ে চাক্কি রেলসেতু। এর পাশাপাশি, মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF)। বৃষ্টির জেরে কুলু জেলায় সমস্ত স্কুল বন্ধ। পাশাপাশি, জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) প্রবল বর্ষণে কাটরা শহরে বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে হড়পা বান। ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। 


 





জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৩টে নাগাদ সারখেত গ্রামে হড়পা বান আসে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামে আটকে থাকা সবাইরে উদ্ধার করা হয়েছে। নিকটবর্তী একটি রিসর্টে রাখা হয়েছে সংশ্লিষ্টদের। টপকেশ্বর মহাদেবের মন্দিরের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে অবিরাম বৃষ্টির জেরে ভয়ঙ্কর রূপ নিয়েছে তমসা নদী। বৈষ্ণো দেবী মন্দির ও টপকেশ্বর মহাদেবের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁকোরও। যদিও কোনও ক্ষয়ক্ষতির বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।


হিমাচল প্রদেশে (Himachal Pradesh) প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছে বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। মান্ডি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা। একাধিক বাড়ি, দোকানে জল ঢুকে বিপর্যস্ত জনজীবন। কুলু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় ইতিমধ্যেই সরকারি, বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Somalia Terror Attack: সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলি, বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৫