মোগাদিশু: খরা, খাদ্যসঙ্কটে জর্জরিত গোটা দেশ। তার জন্য সাহায্যপ্রার্থনা করছেন দেশের প্রধানমন্ত্রী। সেই আবহেই সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা (Somalia Terror Attack)। হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ। সঙ্গে বোমা বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে (Car Bomb Blast)। তাতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর, যাঁদের মধ্যে তিন জন নিরাপত্তারক্ষী। হোটেলের উপরের তলায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে খবর। অতিথিদের পণবন্দি করে রাখা হতে পারে বলে আশঙ্কা।
সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৫, আহত ৯
ইসলামি কট্টরপন্থী সংগঠন আল-শাবাবের জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে (Al-Shabaab Group)। স্থানীয় সময় শুক্রবার রাতে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে গোয়েন্দাদের বৈঠক চলছিল। সেই সময় ঢুকে পড়ে জঙ্গিরা। তার আগে হোটেলের বাইরে বিস্ফোরণও ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলে ঢোকার কয়েক মিনিট আগে বিস্ফোরণটি ঘটানো হয়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও পুলিশ। তবে বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও হোটেলেই জঙ্গিরা রয়েছে বলে জানা গিয়েছে। সেনা ও পুলিশের সঙ্গে গুলি বিনিময় চলছে তাদের। দেশের নিরাপত্তা আধিকারিক আবদুকাদির হাসান সংবাদমাধ্যমে বলেন, ‘‘এখনও পুরো তথ্য হাতে পাইনি আমরা। তবে অনেকের মৃত্যু হয়েছে। শত্রুপক্ষের সঙ্গে গুলির লড়াই চলছে। তারা হোটেলের ভিতর আশ্রয় নিয়েছে।’’
আরও পড়ুন: Bhutan Economic Crisis: তলানিতে সঞ্চিত বিদেশি মুদ্রা, গাড়ির আমদানি আপাতত বন্ধ, শ্রীলঙ্কা হওয়ার দিকে এগোচ্ছে ভুটানও!
হোটেলের ভিতর থেকে অতিথি এবং কর্মীদের নিরাপদে বার করে আনা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জঙ্গিদের নিরস্ত্র করা প্রক্রিয়া চলছিল যে সময়, সেই সময় এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। জঙ্গিদের নিরস্ত্র করার চেষ্টা চলছে। হোটেলের একটি ঘরেই আশ্রয় নিয়েছে তারা। অধিকাংশ মানুষকেই নিরাপদে বার করে আনা গিয়েছে। তবে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই নিরীহ নাগরিক।’’
ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। সংগঠনের সঙ্গে সংযুক্ত একটি ওয়েবসাইটে জানানো হয়, তাদের যোদ্ধারা হোটেলে ঢুকে পড়েছে। এলোপাথাড়ি গুলিবর্ষণ চলছে।
সরকারি আধিকারিকদের আনাগোনা যেখানে, সেখানেই হামলা, মৃত্যু নিরীহদের
মোগাদিশুর যে হোটেলে হামলা চালানো হয়েছে, সেটি সরকারের মন্ত্রী, আমলা, আধিকারিক এবং দেশের অভিজাত মহলের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। হামলায় ন’জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স এবং দমকল বাহিনীও। সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে হোটেলে থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। এ ছাড়াও গুলির শব্দ শোনা গিয়েছে স্পষ্ট। হোটেলর বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার মধ্যে একটি হোটেলের প্রাচীর চুরমার করে দেয়, এবং অন্যটি হোটেলের মূলক ফটক চুরমার করে দেয় বলে জানা গিয়েছে।
এর আগে, রবিবার তিদান এলাকায় সোমালিয়া সেনার বিমান হামলায় ১৩ জন আল-শাবাব জঙ্গির মৃত্যু হয়। আমেরিকার সঙ্গে যৌথ ভাবে ওই বিমান হানা চালানো হয়। তার পরই এই ঘটনা।