চন্ডীগড়: ৩ মে চলতি লকডাউনের মেয়াদ শেষ হলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, পঞ্জাবের কংগ্রেস সরকার ঠিক করে ফেলেছে, রাজ্যে লকডাউন অব্যাহত থাকবে। অন্তত পরবর্তী দুসপ্তাহ তা বহাল থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ অবশ্য প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্থাত চার ঘন্টা কার্ফু শিথিল করা হবে বলে জানিয়েছেন। তিনি রাজ্যবাসীকে বলেছেন, আপনাদের কিছুটা ছাড় দেওয়ার কথা আগেই বলেছিলাম। সেইমতো সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। আপনারা কেনাকাটা করতে পারবেন।


যদিও কার্ফু ও লকডাউন অন্তত আরও ২ সপ্তাহ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, তারপর পরিস্থিতি কী হয়, খতিয়ে দেখা হবে।
নোভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় গোটা রাজ্যে লকডাউনের পাশাপাশি কার্ফুর বিধিনিষেধও কার্যকর করেছে পঞ্জাব সরকার।
রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তায় সোস্যাল ডিস্ট্যান্সিং মেনে চলার আবেদনও করেছেন অমরিন্দর।