সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেন না ইরফান, পূর্ণ হল না মায়ের শেষ ইচ্ছা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2020 04:10 PM (IST)
শুধু বলিউডই নয়, হলিউডেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন অভিনেতা ইরফান খান। আজ বুধবার প্রয়াত হলেন তিনি। মাত্র ৫৪ বছর বয়সে।
জয়পুর:শুধু বলিউডই নয়, হলিউডেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন অভিনেতা ইরফান খান। আজ বুধবার প্রয়াত হলেন তিনি। মাত্র ৫৪ বছর বয়সে। কোলোনে সংক্রমণের কারণে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কোলোনের সংক্রমণে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। গত বছর চিকিত্সার পর লন্ডন থেকে দেশে ফিরে চিকিত্সকদের নজরদারিতে তাঁর শুশ্রুষা চলছিল। অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করছিলেন। ইরফান মৃত্যুর সঙ্গে লড়াইয়ে জিতবেন, এমনই বিশ্বাস ছিল তাঁর মায়ের। আর এই যুদ্ধে জয়ী হলে ছেলে বাড়িতে ফিরবে,এমনই ইচ্ছে ছিল ইরফানের মায়ের। কিন্তু সেই ইচ্ছে পূরণ হল না। অপূর্ণ ইচ্ছে নিয়ে কয়েকদিন আগেই মারা গিয়েছেন ইরফানের মা। এরইমধ্য়ে ইরফানের মৃত্যুর খবরে জয়পুরে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। গত শনিবার রমজানের আগে ইরফানের মা সইদা বেগম প্রয়াত হয়েছিলেন। মায়ের শেষকৃত্যে যোগ দিতে জয়পুরে আসতে পারেননি ইরফান। মৃত্যুশয্যাতেও সইদা বেগম তাঁর আদরের ছেলের আরোগ্য কামনা করেছেন। ইরফানের ভাই সলমন জানিয়েছেন, তাঁদের মায়ের শেষ ইচ্ছে ছিল যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। গত শনিবার মুম্বই থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাকে চিরবিদায় জানিয়েছিলেন ইরফান।