নয়াদিল্লি: বাড়ি বাড়ি যদি পিৎজা পৌঁছে দেওয়া যেতে পারে, তবে রেশন কেন পৌঁছে দেওয়া যাবে না? কেন্দ্রের কাছে এমনটাই প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দিল্লি সরকারকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই সরকারের কাছে তাঁর আর্জি, 'হাত জোড় করছি, আমাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।' 



কেজরিওয়াল সরকার দিল্লিবাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। একই পরিকল্পনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন। দিল্লিতে সোমবার থেকে সেই প্রকল্প চালু হওয়ারও কথা ছিল। কিন্তু অভিযোগ, সমস্ত ব্যবস্থা সত্বেও শুরুর ঠিক দু-দিন আগে ওই প্রকল্প বন্ধ করতে বলে কেন্দ্র। কিন্তু এর পাল্টা মন্তব্য করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। তিনি জানিয়েছেন, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের প্রস্তাব বাতিল করা হয়নি। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে। 


এ প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'প্রয়োজন ছিল না, তবু দু-একবার নয় প্রায় ৫ বার কেন্দ্রের অনুমতি নেওয়া হয়েছে। প্রথমে অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। কেন্দ্রকে তাই কেজরিওয়ালের প্রশ্ন, 'দিল্লিতে ঘরে ঘরে রেশন প্রকল্প চালু হওয়ার ঠিক দু’দিন আগে ওই প্রকল্প কেন বন্ধ করে দেওয়া হল। যদি করোনা পরিস্থিতিতে বাড়ির দরজায় পিৎজা পৌঁছে দেওয়া যায়, তবে রেশন নয় কেন?'


 উল্লেখ্য, এই প্রকল্পে দিল্লির ৭০ লক্ষ রেশন কার্ডের গ্রাহকদের চাল ও আটা দেওয়ার ব্যবস্থা করেছিল আম আদমি পার্টি সরকার। তবে কেন্দ্রের দাবি, এই প্রকল্প চালু করার জন্য তাদের অনুমতি নেয়নি কেজরিওয়াল সরকার।


অন্যদিকে রবিবার কেন্দ্রের এই অভিযোগ খারিজ করে কেজরিওয়াল জানিয়েছেন, 'আইনত এই ধরনের প্রকল্পের জন্য কেন্দ্রের অনুমতি নিতে বাধ্য নয় দিল্লি সরকার তবুও আমরা একাধিকবার কেন্দ্রের অনুমতি নিয়েছিলাম।' 



তারপরও দিল্লিজুড়ে ছড়িয়ে থাকা রেশন মাফিয়াদের কথাতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রের কাছে তাঁর আর্জি, 'গরীবদের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প বন্ধ করবেন না। আমায় অনুমতি দিন। এই ক্ষেত্রে রাজনীতি আনবেন না দয়া করে।'