কলকাতা: বুধবার রাস্তায় না নামলে, বৃহস্পতিবার বেসরকারি বাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চালক দিয়ে চালাবে রাজ্য সরকারই। মঙ্গলবার, নবান্নে এমনটাই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কাল পর্যন্ত লক্ষ্য রাখব, পরশু থেকে পদক্ষেপ নেব।
এদিন মমতা বলেন, ‘১৫ হাজার টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছিল। আশা করি বিবৃতি নয়, যেটা কথা দিয়েছিলেন, তা রাখবেন আশা করি। মানুষের স্বার্থে কখনও কখনও কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিজেলের দাম বেড়েছে, একে সমর্থনও করছি না। ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়লে, দাম কমলে ভাড়াও কমা উচিত।
মুখ্যংমন্ত্রী বলেন, ‘বেসরকারি বাস নিয়ে কাল পর্যন্ত দেখব। আশা করি কাল থেকে রাস্তায় ৬ হাজার বাস নামবে। কিন্তু তার পরেও রাস্তায় বাস না নামালে অন্য উপায়। বাস না নামালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনও অনুরোধ করব, ইগোর লড়াই বন্ধ করুন।
মুখ্যমমন্ত্রীর হুঁশিয়ারি, বুধবার রাস্তায় বেসরকারি বাস না নামলে প্রয়োজনে বাস নিয়ে নেবে সরকার, তারপর চালানো হবে। বলেন, ‘কাল পর্যন্ত লক্ষ্য রাখব, পরশু থেকে পদক্ষেপ নেব। কাল রাস্তায় বাস না নামালে সরকার চালক গিয়ে বাস চালাবে। আইন অনুযায়ী বাস নিয়ে সরকার চালাবে।