পরদিন মাকে ঘটনাটি বিস্তারিত জানায় মেয়েটি। অভিযোগ জানানো হয় মহিলা পুলিশ স্টেশনে। অভিযুক্ত ৬ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তদের মহিলা আদালতে পেশও করা হয়। বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুলিশের দাবি, মেয়েটিকে ধর্ষণের ঘটনাটির ভিডিও রেকর্ডিংও করেছে দুষ্কৃতীরা। এবার কোয়ম্বত্তূরে জন্মদিনে পার্কে বেড়াতে গিয়ে একাদশ শ্রেণির ছাত্রীর 'গণধর্ষণ'
Web Desk, ABP Ananda | 01 Dec 2019 05:04 PM (IST)
এবার কোয়ম্বত্তূরে গণধর্ষণের অভিযোগ, জন্মদিনে পার্কে বেড়াতে গিয়ে ধর্ষিত একাদশ শ্রেণির ছাত্রী
কোয়ম্বত্তূর: ২৬ নভেম্বর ছিল জন্মদিন। দিনটি উদযাপন করতে এক পুরুষ বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিল একাদশ শ্রেণিতে পড়া মেয়েটি। আনন্দের দিন ভয়াবহ হয়ে উঠতে সময় লাগল না। রাত ৯ টা নাগাদ বাড়ি ফেরার সময় ৬ দুষ্কৃতীর কুনজরে পড়ে যায় মেয়েটি। তারপরই তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। সঙ্গে থাকা পুরুষ বন্ধুটিকে জখম করেই মেয়েটিকে তুলে নিয়ে যায় তারা। অভিযোগ, সেখানেই গণধর্ষিত হয় মেয়েটি।