চেন্নাই: তামিলনাড়ুর ১,০১৮টি এলাকার নাম পাল্টে ফেলল প্রশাসন। ইংরেজি ঘেঁষা নাম ছেড়ে তামিল জনতা যে উচ্চারণ ব্যবহার করেন, সেই নামগুলিই রেখেছে তারা।

যেমন কোয়েম্বাটোর। দক্ষিণের এই গুরুত্বপূর্ণ শহর নাম পরিবর্তন করেছে। হয়েছে কোয়ামপুত্থুর। তামিলনাড়ুর বিখ্যাত শিল্পাঞ্চল আম্বাত্তুর বদলে হয়েছে আম্বাত্থুর। আর বাঙালির বহু পরিচিত ভেলোরকে এবার থেকে ডাকা হবে ভীলুর নামে। চেন্নাইয়ের পুরনো এলাকা ভেপারি এবার থেকে ভেপ্পারি। দিন্দিগুল জেলার পঞ্চমপট্টি এবার থেকে নি. পঞ্চমপট্টি। দিন্দিগুলও আর দিন্দিগুল রইল না কিন্তু, তার নাম থিন্ডুক্কাল।

এপ্রিলে এ নিয়ে একটি অর্ডার ইস্যু করে তামিল উন্নয়ন এবং তথ্য দফতর। তা অল্পদিন আগে জনসমক্ষে আনা হয়েছে। বছরদুয়েক আগে বিধানসভায় ঘোষণা হয়, বিভিন্ন জায়গার ইংরেজি ঘেঁষা নাম বদলে সেগুলির প্রকৃত তামিল উচ্চারণ ফিরিয়ে আনা হবে। সে নিয়েই বার হয় এই অর্ডার।

এবার রাজস্ব ও ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুরসভার প্রশাসন ও জল সরবরাহ, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ দফতরকে এই অর্ডার অনুযায়ী নাম পরিবর্তনের কাজ করতে হবে।