হায়দরাবাদ: দেরি করে সিনেমা শুরু করে হল কর্তৃপক্ষ! বিজ্ঞাপন দেখিয়ে মুনাফা লাভের জন্যই শো টাইমের থেকে অনেক পরে শুরু হয় সিনেমা, এমনই অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলেন হায়দরাবাদের এক সিনেপ্রেমী। মাধোপুর পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করলেন তিনি। তাঁর অভিযোগ, তেলঙ্গানা রাজ্যের নিয়ম অনুসারে, সিনেমা রেগুলেশন আইন ১৯৫৫ ভেঙেছেন তিনি।
কে সাই তেজা নামে এক ব্যক্তি মাধোপুর পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসারকে জানিয়েছেন, ৩০ ডিসেম্বর একটি ছবি দেখতে প্রেক্ষাগৃহে যান তিনি। কিন্তু বিজ্ঞাপন দেখিয়ে ১২ মিনিট দেরিতে শো শুরু করা হয় বলে অভিযোগ জানান তিনি।
হল কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি।