কলকাতা: 'কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrest) বহু দিন ধরে গ্রেফতারির তোড়জোড় চলছিল। এই ভয়ে তৃণমূল I.N.D.I.A. জোটে সামিল হল না। অরবিন্দ কেজরিওয়াল সাহস করে I.N.D.I.A. জোটে রয়ে গিয়েছিলেন। তাই তাঁর বিপদ হল', দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury Reaction)। আরও বললেন, 'দিদি আমাদের বুদ্ধিমতী। দেখলেন, এত ঝামেলায় গিয়ে কাজ নেই। মোদির সঙ্গে ম্যানেজ করে চল। তাই দিদি ও ভাইপোর সঙ্গে কিছুই হয় না...কেজরিওয়ালদের সঙ্গে হয়।'
যা যা হল...
ঘণ্টাদুয়েক জিজ্ঞাসাবাদের পর এদিন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগে, তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কেজরিওয়ালের পরিবারের সদস্যের ফোন কেড়ে নেওয়া হয় বলেও সূত্রের খবর। এসবের আগেই আগাম রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তখন থেকেই জল্পনা শুরু হয়, আজ রাতে গ্রেফতার করা হতে পারে তাঁকে। রাত একটু বাড়তে দেখা গেল, সেই জল্পনাই সত্যি হল। এভাবে লোকসভা ভোটের আগে আপ-প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঘিরে তপ্ত আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতা কুণাল ঘোষের যেমন মত, বিজেপি ফিরতে পারবে না জেনে এসব করছে। কড়া প্রতিক্রিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। সেই পোস্ট-ই শেয়ার করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর যা...
কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন থেকে শুরু করে বিরোধী শিবিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে এই গ্রেফতারির পর। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মত, ''এই ঘটনা চোখ খুলে দিল যে কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায়।' আরও বলেন, '...সেই সমস্ত মুখ্যমন্ত্রী যাঁদের নাম দুর্নীতিতে বার বার জড়িয়েছে তাঁদের বলব, দুর্নীতি থেকে সরে থাকুন। তাঁরাও পদে থাকা অবস্থায় গ্রেফতার হতে পারেন। পশ্চিমবঙ্গেও এই ছবি দেখতে পারি।' কার উদ্দেশে এই কটাক্ষ? দিনের আলোর মতো স্পষ্ট, মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। ইডি সূত্রে খবর, ৯ বার সমনেও গরহাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দশম সমন দিতে তাই কেজরিয়ালের 'দুয়ারে' পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তার পরের ঘটনাক্রম, এখন কার্যত গোটা দেশের নজরে।
আরও পড়ুন:পদে থাকাকালীন এই প্রথম গ্রেফতার কোনও মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালকে কেন ধরল ED?