কলকাতা: ঈদ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে কমল মেট্রোর সংখ্যা। প্রতিদিন ১৯২টি মেট্রো চলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। তার পরিবর্তে আজ ১৪৪টি মেট্রো চলবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এদিন প্রথম মেট্রো সকাল আটটায়। শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে রাত আটটায়। অন্যদিকে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সন্ধে ৭টা ৪৮ মিনিটে। যদিও ইস্ট ওয়েস্ট মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে না বলে খবর। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রার জন্য মিলবে না কোনও টোকেন। স্মার্টকার্ড থাকলে তবে যাতায়াত করা যাবে। যাবতীয় কোভিড বিধি মানার উপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।
লাগাম ছাড়া করোনা সংক্রমণ। আর এই আবহে আজ খুশির ঈদ। পাশাপাশি অক্ষয় তৃতীয়াও। বিভিন্ন মন্দিরে পুজো দিতে যান বহু মানুষ। এবার মেট্রো রুটে কালীঘাটের পাশাপাশি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরও। করোনা বিধি মেনেই এবার দুই উৎসব পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দিন কয়েক আগেই মেট্রোর সূচি পরিবর্তন করেছিল কর্তৃপক্ষ।
সাধরণত, দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন ২৩৮টা মেট্রো চলাচল করে। কিন্তু করোনা আবহে আগেই পাল্টে গিয়েছে সেই ছবি। গত সপ্তাহে মেট্রো রেল জানায়, করোনা পরিস্থিতিতে সোম থেকে শুক্র চলবে ২১৬টা মেট্রো। গত সপ্তাহ থেকেই শুরু হয় এই নিয়ম। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক ১৬১টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে গত সপ্তাহ থেকে ওই রুটে চলবে ১৪৯টা মেট্রো। প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। তার পরিবর্তে করোনা আবহে সকাল সাড়ে ৭টায় ছাড়ছে প্রথম মেট্রো। শেষ মেট্রোর সময়সূচিও ১০ মিনিট এগিয়ে আনা হয়। এর ফলে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে শেষ মেট্রো রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়ছে ৮টা ৪৮ মিনিটে। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে ৯টা ১০-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো রাত ৯টায় ছাড়ছে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবারেও মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হচ্ছে।