নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাবাকে নিয়ে অপমানজনক মন্তব্যের অভিযোগ। দিল্লি বিমানবন্দরে গ্রেফতার কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera Arrested)। সেখান থেকে বিমানে তুলে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এই ঘটনাকে ঘিরে হুলস্থুল বাধে বিমানবন্দরেই। টারম্যাকে উঠে প্রতিবাদ জানান কমপক্ষে ৫০ জন কংগ্রেস কর্মী। বিমান উড়তে দেবেন না বলে জেদ ধরে বসেন। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস (Congress)। 


অসম পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ


বৃহস্পতিবার ছত্তীসগঢ়ই উড়ে যাচ্ছিলেন কংগ্রেস মুখপাত্র পবন। ইন্ডিগো বিমানে উঠেও পড়েছিলেন তিনি। অভিযোগ, ইন্ডিগো বিমান থেকে জোর করে নামিয়ে আনা হয় পবনকে। অসম পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ কংগ্রেসের। তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে অসমে এফআইআর দায়ের হয় বলে দাবি করে অসম পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময় পবন বলেন, "দীর্ঘ লড়াই। লড়তে তৈরি আমি।"


এর পরই হুলস্থুল বাধে দিল্লি বিমানবন্দরে। পবনকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলে, কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। দিল্লি বিমানবন্দরের টারম্যাকেই ধর্নায় বসেন। এ নিয়ে ইন্ডিগোর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'দিল্লি থেকে রাইপুর যাওয়ার 6E 204 বিমান থেকে পুলিশ এক যাত্রীকে নামিয়ে নিয়ে গিয়েছে। এর পর কিছু যাত্রী স্বেচ্ছায় নেমে যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি আমরা। বিমান ছাড়বে দেরিতে। অসুবিধের জন্য ক্ষমাপ্রার্থী আমরা'।


আরও পড়ুন: Delhi News: AAP ও BJP কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি, ভণ্ডুল হল দিল্লি পুরসভার অধিবেশন


পবনের দাবি, এফআইআর-এর কথা প্রথমে জানানোই হয়নি তাঁকে। তাঁর ব্যাগপত্রে কিছু সমস্যা রয়েছে বলে প্রথমে জানানো হয়। পবনের বক্তব্য, "আমাকে বাল হল, আপনি বিমানযাত্রা করতে পারবেন না। তার পর বলা হল, দিল্লির পুলিশ কমিশনার দেখা করবেন। অনেক ক্ষণ অপেক্ষা করেছিলাম।" যদিও অসমের বিজেপি নেতার দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই পবনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সে রাজ্যের পুলিশের।


আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা কারচুপি এবং জালিয়াতির অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যে সম্প্রতি সাংবাদিক বৈঠক করেন পবন। সেখানে তিনি বলেন, "নরসিংহ রাও যদি যুগ্ম সংসদীয় কমিটি গড়তে পারেন, অটল বিহারি বাজপেয়ী যদি পারেন, তাহলে নরেন্দ্র গৌতম দাসের সমস্যা কী...! দুঃখিত দামোদরদাস...কী সমস্যা মোদির?" এর পর কংগ্রেস নেতার কাছে মোদি নামের মাঝে কী ব্যবকার করেন, তা-ও জানতে চান পবন। 


বিজেপি-র অভিযোগ, মোদির বাবাকে অপমান করতে ইচ্ছাকৃত ভাবেই মোদির বাবা দামোদরদাসের পরিবর্তে কৌশলে গৌতম আদানির নাম বসিয়ে দেন পবন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, "কোনও ভুল হয়নি, প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে এত খারাপ মন্তব্য যে করেছেন পবন, তাঁর নাথার উপর কংগ্রেসের হাত রয়েছে। মাটি থেকে উঠে আসা প্রধানমন্ত্রীকে ঘৃণা করে ওরা। ভারত এই অপমান ভুলবে না, ক্ষমা করবে না।"


বিজেপি-র অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে মোদির বাবাকে অপমান করেছেন পবন


যদিও কংগ্রেসের দাবি, এর নেপথ্যেও বিজেপি-র রাজনৈতিক কৌশল রয়েছে। বিজেপি চায় না, 'ভারত জোড়ো যাত্রা'র পর কংগ্রেসের প্লেনারি অধিবেশন সফল হোক।