নয়া দিল্লি : প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা, শ্রীমতি হীরাবেনের (Heeraben Modi) মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমি প্রধানমন্ত্রী ও তাঁর পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই, ট্য়ুইটে (Tweet) লেখেন রাহুল।



ভোর সাড়ে তিনটেয় প্রয়াত প্রধানমন্ত্রীর মা মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। গাঁধীনগরে হল হীরাবেনের শেষকৃত্য। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর পর রাজনৈতিক ব্যক্তিত্বরা শোকবার্তা দিয়েছেন।


ট্যুইটারে শোকপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, হীরাবেন যেভাবে অনেক লড়াই করে পরিবারের পালনপোষণ করেছেন, তা আদর্শের। ওঁর ত্যাগপূর্ণ তপস্বী জীবন, সবসময় মনে থাকবে। এই দুঃখের সময়ে প্রধানমন্ত্রীর পাশে গোটা দেশ রয়েছে। 



প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যু শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর।  শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার  প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।


আরও পড়ুন ; 'ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক' প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে বার্তা মুখ্যমন্ত্রীর, শোকপ্রকাশ রাহুলের