নয়াদিল্লি: কোভিড-১৯ আক্রান্ত কংগ্রেস সাংসদের মৃত্যু। তামিলনাড়ুর কন্যাকুমারীর প্রয়াত এমপি হলেন এইচ বসন্তকুমার। তামিলনাড়ু থেকে প্রথমবারের নির্বাচিত এই সাংসদ দুবারের বিধায়কও। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের গ্রিমস রোড শাখায় চিকিত্সাধীন ছিলেন তিনি। নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েই তিনি মারা গেলেন বলে জানা গিয়েছে। গত ১০ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ক্ষেত্রে সংক্রমণের মাত্রা ছিল মারাত্মক। নিউমোনিয়া হয়ে গিয়েছিল।




৭০ বছর বয়সি সাংসদের প্রয়াণে শোক জানিয়ে ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ওনার কাজকর্ম, সমাজসেবার ভূমিকা উল্লেখ করার মতো। যখনই দেখা হত, তামিলনাড়ুর অগ্রগতি, সমৃদ্ধির ব্যাপারে ওনার আবেগ দেখতাম। ওঁর পরিবারবর্গ, সমর্থকদের শোক, সমবেদনা জানাই। ওম শান্তি।



প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও দলীয় সাংসদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ট্যুইট করেছেন, কন্য়াকুমারীর এমপি শ্রী এইচ বসন্তকুমারের কোভিড-১৯ এ অকালমৃত্যুতে বেদনাহত। মানুষের সেবা করার কংগ্রেসের আদর্শের প্রতি ওনার দায়বদ্ধতার কথা আমাদের হৃদয়ে চিরদিন সজীব থাকবে। তাঁর বন্ধুবান্ধব, পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই।