নয়া দিল্লি : লোকসভা ভোটের বছরে আজ নতুন সংসদ ভবনে প্রথমবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এদিনই, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম । ইতিমধ্যেই ১ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে কার্যকর হয়ে গিয়েছে এই নতুন দাম।
কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন থেকে পড়বে ১৮৮৭ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামই বাড়ল আজ থেকে। তাই এখুনি গৃহস্থের উপর কোপ পড়ছে না। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল শুধু। গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এর আগে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৬৯ টাকা। অপরিবর্তিত রয়েছে রান্নার গ্য়াসের দাম।
দেশের বিভিন্ন শহরে গ্যাসের দাম আলাদা-আলাদা । দেখে নেওয়া যাক ইন্ডিয়ান অয়েলের তরফে গ্যাসের নতুন দাম সম্পর্কে কী জানানো হল।
- দিল্লিতে দাম বেড়েছে ১৪ টাকা ।
- কলকাতায় যেমন প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৮ টাকা ।
- মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারে দাম বেড়ে হয়েছে ১৫ টাকা।
- চেন্নাইয়ে বেড়েছে ১২.৫ টাকা দাম।
আরও পড়ুন : ফিট থাকতে সপ্তাহে ৩৬ ঘণ্টা খান না নাকি ঋষি সুনাকও ! কী এই ইন্টারমিটেন্ট ফাস্টিং? যে কেউ করতে পারেন?
এলপিজি সিলিন্ডারের দাম আজ কোথায় কত পড়ছে? - মুম্বই : ১,৭২৩.৫ টাকা
- চেন্নাই: ১,৯২৪.৫ টাকা
- কলকাতা: ১,৮৮৭ টাকা
এর আগে ২০২৪ শুরুর আগে এলপিজি ( LPG Gas ) র দামে সুখবর দিয়েছিল কেন্দ্র। ১ জানুয়ারির আগে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল বেশ কিছুটা। ২০২৩ এর ২২ ডিসেম্বর, শুক্রবার থেকে এলপিজির দাম কমানো হয়। ,,সেটাও গৃহস্থের হেঁশেলে ব্যবহারের গ্যাসের দাম নয়, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামই কমানো হয়েছিল ২০২৪ শুরুর আগে। স্বাভাবিকভাবেই অকটু স্বস্তিতে ছিলেন বাণিজ্যিক গ্যাস ( commercial gas ) সিলিন্ডারের গ্রাহকরা। এরপর ঘরে ঘরে ব্যবহৃত ১৪ কেজি ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ২০২৪ এর আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে ৩৯.৫০ টাকা করে । আর এবার কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ল।
এর আগে পর্যন্ত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল
রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৫৭ টাকা।
কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৮.৫০ টাকা ।
মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭১০ টাকা।
চেন্নাইয়ের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৯ টাকা।
১৪.২ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে এখনই কোনও সুখবর নেই। গত ৩০ অগাস্ট এর দাম কমানো হয়েছিল ২০০ টাকা । প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে কমানো হয়েছিল এই দাম।