নয়াদিল্লি: ফোনে যতই আড়িপাতা হোক না কেন, লড়াই বন্ধ হবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দৃঢ় বার্তা ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Congress MP Rahul Gandhi On Phone Tapping Allegation)। তাঁর কথায়, 'আমরা এই রাজনীতিটা বুঝতে পেরেছি। সকলের উপরে আদানি, তার পর প্রধানমন্ত্রী, তার নিচে স্বরাষ্ট্রমন্ত্রী।' মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অ্যাপেলের পাঠানো মেসেজ ও ইমেলের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সরকারের পক্ষ থেকে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করা হচ্ছে। শুধু তিনি নন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আপ রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এক অভিযোগ করেন। পরে কংগ্রেস নেতা পবন খেরার মুখেও সেই অভিযোগই শোনা যায়। তার পর রাহুলের সাংবাদিক বৈঠক। 


সরব সাংসদ...
ঘটনাচক্রে এদিনই রাহুল গাঁধীর ঠাকুমা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর প্রয়াণ-দিবস। কংগ্রেস-বিরোধীরা এখনও সমালোচনার অস্ত্র হিসেবে ইন্দিরা-জমানার জরুরি অবস্থার কথা তুলে ধরেন। কিন্তু এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফোন হ্যাকিংয়ে অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে লেখা, 'আপনাদের ভয় দেখে আমার করুণা হচ্ছে। ... এখনকার পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ।' কার্যত একই অভিযোগে সুর চড়ান তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর, কংগ্রেস নেতা পবন খেরা, আপ সাংসদ রাঘব চাড্ডাও। এই নিয়ে রাহুল বলেন, 'আদানিকে বাঁচাতেই বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টা মোদি সরকারের।' সঙ্গে সংযোজন, 'খুব কম কয়েকজনই লড়াই করছে। যত ইচ্ছে ফোন ট্যাপ করুন, আমার কিছু যায় আসে না।আমার ফোন নিতে চাইলে, সেটিও নিতে পারেন।' এর পরই আদানিদের একাধিপত্য নিয়ে সরব হতে শোনা যায় ওয়েনাড়ের সাংসদকে। রাহুলের কথায়, 'এই আদানির জন্য তরুণ-যুবরা চাকরি পাচ্ছেন না। ওই শিল্পপতিকে সরকার সাহায্য করছে। আর তিনি অন্য ব্যবসায়ীদের কাজ নষ্ট করে দিচ্ছেন।' কংগ্রেস নেতার অভিযোগ, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে উদ্দেশ্য়প্রণোদিত ভাবে চেপে দেওয়া হচ্ছে। কারণ তিনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সরকারই যেহেতু সমস্ত প্রযুক্তির নিয়ন্ত্রক, তাই এই ধরনের ঘটনা ঘটেছে, মত রাহুলের। এদিন মহুয়া মৈত্র-সহ একঝাঁক বিরোধী শিবিরের নেতানেত্রীর অভিযোগের পর সরকারের বিরুদ্ধে এই নিয়ন্ত্রণের অভিযোগেই শান দিয়েছেন তিনি।


মহুয়াকে নিয়ে...
বিজেপি মুখপাত্র নলিন কোহলি অবশ্য তৃণমূল সাংসদের অভিযোগের সারবত্তা মানতে নারাজ। তাঁর মতে, 'ক্যাশ ফর কোয়েশ্চেনের' তদন্ত থেকে নজর ঘোরাতেই মিথ্যা অভিযোগ করছেন মহুয়া মৈত্র। আর বাকিরা? 


 


আরও পড়ুন:ইডি দফতরের সেলে থাকার আলাদা ব্যবস্থা, সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরা