কলকাতা: বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণার পর থেকেই বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের ফাটল ক্রমশ চওড়া হতে শুরু করেছে। সেই আবহেই এবার মমতাকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুিন খড়্গে। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর নেতৃত্বে বাংলায় তাঁদের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' প্রবেশ করেছে, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার আবেদন জানিয়ে মমতাকে চিঠি দিলেন খড়্গে। (Mallikarjun Kharge)


প্রজাতন্ত্র দিবসে খড়্গে ওই চিঠি লেখেন মমতার উদ্দেশে। চিঠিতে তিনি লেখেন, 'দেশকে ন্যায়ের পথে পরিচালনা করতে, দেশের ক্ষত সারিয়ে তুলতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীরের পর মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল গাঁধী। ধর্ম, ধর্মবিশ্বাস এবং জাতপাতের নামে বিজেপি দেশে যে বিভাজন ঘটিয়েছে, তার বিরুদ্ধে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছেন রাহুল। দেশের দুর্বল শ্রেণির মানুষকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়প্রদানের লক্ষ্যে এগিয়ে চলেছেন। যে কারণে এই যাত্রা আগাগোড়া অরাজনৈতিক থেকেছে এবং বিভিন্ন শ্রেণির কোটি  কোটি উদারপন্থী মানুষ এই যাত্রায় যোগদান করেছেন, যাঁরা উন্নত, শক্তিশালী ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চান'। (Mamata Banerjee)


চিঠিতে খড়্গে আরও লেখেন, 'প্রথম ধাপে 'ভারত জোড়ো যাত্রা'য় তেমন উপদ্রব ঘটেনি। কিন্তু পড়শি রাজ্যে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় দুষ্কৃতীদের কাণ্ডকারখানার কথা নিশ্চয়ই শুনেছেন আপনি। রাজনৈতিক মদতে উস্কানি জোগাতেই এই ঘটনা ঘটনো হয়। কিন্তু আমরা সেই ফাঁদ এড়াতে সফল হয়েছি। আগামী কয়েক দিন বাংলা হয়ে এগোবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। কিন্তু আমি জানতে পেরেছি, সেখানেও উপদ্রব ঘটানোর পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতে, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নই আমি। তাই আপনাকে চিঠি লিখছে যে দয়া করে রাহুল গাঁধী, যাত্রীয় শামিল লোকজনের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করুন। গাধী পরিবারের সঙ্গে আপনার আন্তরিক সম্পর্কের ব্যাপারে অবহিত আমি।  এও জানি যে, নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি আপনি গুরুত্ব দিয়েই দেখবেন। তাও মনে হল ব্যক্তিগত বাবে এ নিয়ে আপনাকে অনুরোধ জানাই'।



আরও পড়ুন: Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে SLP দায়ের করল রাজ্য, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে


আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটে শামিল হলেও, অতি সম্প্রতি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কে ছেদ পড়েছে। বাংলায় আসন সমঝোতা নিয়ে মতানৈক্যই এর নেপথ্য কারণ বলে জানা গিয়েছে। মমতা খোদ এ ব্যাপারে সরব হয়েছেন। এমনকি রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বাংলায় প্রবেশ করলেও, জোটসঙ্গী হিসেবে তাঁকে বিষয়টি জানানোর সৌজন্যও কংগ্রেস দেখায়নি বলে দাবি করেন মমতা। যদিও কংগ্রেসের দাবি ছিল, আলাদা করে কাউকেই কিছু জানানো হয়নি। তবে খড়্গে জোটসঙ্গীদের সকলকেই আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাতেও বরফ গলেনি। 



মমতা সাফ জানিয়েছেন, লোকসভায় বাংলা নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁদের। বাংলায় সব আসনে একাই লড়বে তৃণমূল। তবে কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত মমতার প্রতি সুর নরমই। মমতাকে ছাড়া জোটের কথা ভাবাই যায় না বলে জানিয়েছেন দলের নেতা জয়রাম রমেশ। শনিবারও একই কথা শোনা যায় তাঁর গলায়। জয়রাম বলেন, "মমতা বরাবর বলে এসেছেন, বিজেপি-কে হারানোই তাঁর প্রধান লক্ষ্য। কংগ্রেস এবং I.N.D.I.A জোটের লক্ষ্যও একই। কাল থেকে ফের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করছি আমরা। খুব খুশি হব, যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলে, যদি তাঁর পক্ষে সম্ভব হয়।" তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি যদিও।