নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে কংগ্রেস। অনিয়ম নিয়ে উপযুক্ত পদক্ষেপ না করলে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিল 'গ্র্যান্ড ওল্ড পার্টি'। শুধু তাই নয়, হরিয়ানা নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে গেলে কমিশন দলের নেতাদের আক্রমণ করছে বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস। (Congress vs ECI)
শুক্রবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, হরিয়ানা নির্বাচনে যে অনিয়ম সামনে এসেছে। সেই নিয়েই শুধুমাত্র অভিযোগ জানিয়েছিল তারা। মুখ্য নির্বাচন কমিশনার এবং বাকি কমিশনারদের সম্মান জানিয়েই অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তার প্রত্যূত্তরে কমিশন যে চিঠি দিয়েছে, তাতে প্রভুত্ব জাহির করার লক্ষণ দেখা গিয়েছে। কংগ্রেসের বক্তব্য, "নিরপেক্ষতার শেষ স্তম্ভের জায়গা থেকে যদি নিজেদের নামিয়ে আনাই লক্ষ্য হয় বর্তমান নির্বাচন কমিশনের, সেক্ষেত্রে অত্যন্ত ভাল কাজ করছে তারা। কারণ তাদের কাজ দেখে তেমন ধারণাই বদ্ধমূল হচ্ছে।" (Haryana Election Results)
হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে অনিয়মের অভিযোগ তুলেছিল কংগ্রেস, মঙ্গলবার তার জবাবি চিঠি দেয় নির্বাচন কমিশন। জবাবি চিঠিতে কংগ্রেসের তীব্র সমালোচনা করে তারা। বলা হয়, নির্বাচনী ফলাফল মনঃপুত না হলেই ভিত্তিহীন অবিযোগ আনে কংগ্রেস। আগামী দিনে ভিত্তিহীন এবং উত্তেজনা সৃষ্টিকারী অভিযোগ আনলে কড়া পদক্ষেপ করা হবে বলে কংগ্রেসকে সতর্কও করে কমিশন। শুধু তাই নয় কংগ্রেসের অভিযোগকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে উল্লেখ করা হয়। এমন 'মূর্খতাপূর্ণ' আচরণের জন্য অবিলম্বে দলের অন্দরে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করা হয়। হরিয়ানার গোটা নির্বাচন প্রক্রিয়া ত্রুটিহীন ছিল বলে দাবি করে নির্বাচন কমিশন।
এর পরই প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের দাবি, নির্বাচন কমিশন যেভাবে নিজেদের ক্লিনচিট দিল, তাতে একটুও অবাক হয়নি তারা। বরং যে সুরে কথা বলেছে নির্বাচন কমিশন, যে ধরনের ভাষার প্রয়োগ করা হয়েছে এবং যে অভিযোগ তোলা হয়েছে দলের বিরুদ্ধে, তাতে তাদের পক্ষে চুপ থাকা সম্ভব হয়নি। নির্বাচনে অনিয়ম ধরা পড়লে, তা নির্বাচন কমিশনে জানানোই নিয়ম। কিন্তু নির্বাচন কমিশন বোধহয় সেটা ভুলে গিয়েছে।
কংগ্রেস জানিয়েছে, যে সুরে কংগ্রেসকে কটাক্ষ করেছে নির্বাচন কমিশন, তা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন যে উত্তর দিয়েছে. তাতে দল এবং দলের নেতাদের আক্রমণ করা হয়েছে। নির্বাচন কমিশনারদের সম্মান বজায় রেখে, অত্যন্ত সতর্কতার সঙ্গে চিঠির শব্দচয়ন করে কংগ্রেস। কিন্তু নির্বাচন কমিশন তার যে উত্তর দেয়, তাতে প্রভুত্ব জাহির করা হয়। বিচারকের ভূমিকা পালনকারীরা অভিযোগকারীদের আক্রমণ করে না, তাদের শত্রুতে পরিণত করে না। কিন্তু নির্বাচন কমিশন যদি এমনটা করতে থাকে, সেক্ষেত্রে মন্তব্য প্রত্যাহারের জন্য আইনি পথ অবলম্বন ছাড়া আমাদেরও গতি থাকবে না।
কংগ্রেস আরও জানিয়েছে, নির্বাচন কমিশন বরাবর স্বচ্ছতার পক্ষে লড়াই করেছে। কিন্তু হরিয়ানার ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও গুরুত্ব দিচ্ছে না কমিশন। বর অভিযোগ উড়িয়ে দিচ্ছে, অভিযোগকারীদের খাটো করে চলেছে। গত ৮ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়। গণনার শুরু থেকে কংগ্রেস এগিয়ে থাকলেও, হঠাৎ করে বিজেপি এগিয়ে যায়। শেষ পর্যন্ত ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে তারা বিজয়ী ঘোষিত হয়। সেই নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলে আসছে কংগ্রেস। তাদের অভিযোগ, আশ্চর্যজনক ভাবে গণনা চলাকালীন কয়েক ঘণ্টার জন্য ফলাফলের আপডেট বন্ধ রাখা হয়। বৈদ্যুতিন ভোটযন্ত্র নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই নিয়েই এবার কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল কংগ্রেস।