জম্মু-কাশ্মীর: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আগামী ২৪ অক্টোবর উপত্যকায় ব্লক উন্নয়ন পর্ষদের ভোট। সেই ভোটে অংশগ্রহণ করবে না কংগ্রেস। বুধবার আনুষ্ঠানিকভাবে ভোট বয়কটের কথা জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র রবীন্দর শর্মা। তিনি বলেন, কাশ্মীরে দলের শীর্ষনেতাদের ওপর নানা প্রতিবন্ধকতা চাপিয়ে দেওয়া হয়েছে। সে বিষয়ে ভাবনা চিন্তা করেই ব্লক উন্নয়ন পর্ষদের ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তিনি কেন্দ্রের শাসক দলকে বিঁধে আরও বলেন, কংগ্রেস প্রথমে ভোটে অংশগ্রহণ করার কথা বললেও সরকারের তরফে কোনওরকম সহযোগিতা করা হয়নি।
ভোটে অংশগ্রহণ না করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে উপত্যাকার দুই প্রধান আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। পিডিপি-র কটাক্ষ, এই নির্বাচন “গণতন্ত্রের নামে প্রহসন।” ন্যাশনাল কনফারেন্সের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র নেতাদের অবর্তমানে ব্লক উন্নয়ন পর্ষদের নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।