নয়াদিল্লি: কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী জুলাই মাসে সেমিস্টার পরীক্ষা নিতে পারে বিশ্ববিদ্যালয়গুলি। তবে সেক্ষেত্রে পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে ২ করার কথা ভেবে দেখতে পারে বিশ্ববিদ্যালয়গুলি। বৃহস্পতিবার এমনই সুপারিশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


এদিন পরীক্ষার নিয়মাবলি সহ শিক্ষাবর্ষের প্রাথমিক সূচি ঘোষণা করল ইউজিসি। সেই অনুযায়ী, ইউজিসি-র সুপারিশ, ফাইনাল সেমিস্টারের পড়ুয়াদের পরীক্ষা জুলাই মাসে নেওয়া হতে পারে। তবে, মধ্যবর্তী সেমিস্টারের ক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল ঘোষণা করা যেতে পারে। অথবা, যে জায়গায় কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সেখানে জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে।


ইউজিসি জানিয়েছে, পরীক্ষা অনলাইন হবে না অফলাইন হবে, তা পরিকাঠামো দেখে বিচার করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। তবে, একটা বিষয় মাথায় রাখতে হবে যে, সকল পড়ুয়া যাতে সমান সুযোগ পায়। পাশাপাশি, কমিশন আরও জানিয়েছে,
পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দু ঘণ্টা করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি। সেক্ষেত্রে বিকল্প এবং সরলীকৃত পরীক্ষা-পদ্ধতি অবলম্বন করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি।


ইউজিসি জানিয়েছে, পুরনো পড়ুয়াদের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষ শুরু হতে পারে ১ অগাস্ট। আর নতুনদের জন্য শুরুর তারিখ হতে পারে ১ সেপ্টেম্বর। প্রসঙ্গত, করোনাভাইরাস প্রকোপের জেরে গত ১৬ মার্চ থেকে দেশের সর্বত্র বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পরে, ২৪ মার্চ দেশব্যাপী লকডাউনের ঘোষণা করা হয়।