নয়া দিল্লি : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার আনলক পর্ব শুরু দিল্লিতে। ৩১ মে সোমবার থেকে ধাপে ধাপে আনলকের পথে হাঁটবে রাজধানী। নিজেই এই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


ক'দিন আগেই ৫ শতাংশের নীচে চলে এসেছিল কোভিড পজিটিভিটি রেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুসারে সেফ জোনে নাম উঠেছিল দিল্লির। এরপর আর পিছনে তাকাতে হয়নি রাজধানীকে। দিনে দিনে কোভিড পজিটিভিটি রেট ২ শতাংশের নীচে চলে এসেছে দিল্লিতে। যার জেরে এবার রাজধানীতে আনলক পর্ব শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।


শুক্রবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল জানান, ন্যাশনাল ক্যাপিটালে এখন কোভিড পজিটিভিটি রেট ১.৫ শতাংশ। দিল্লিতে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১১০০ জন। মুখ্যমন্ত্রীর মতে, ''দিল্লিতে ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে এখন হাসপাতাল ও কোভিড কেয়ার সেন্টারে পর্যাপ্ত বেড রয়েছে। এটাই রাজধানীতে পর্যায়ক্রমে আনলক করার সময়।''


কেজরিওয়াল জানান, আনলকের বিষয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে তাদের। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩১ মে সোমবার থেকে নির্মাণ শিল্প ও কারখানার কাজে অনুমতি দেওয়া হবে। মূলত, দিনমজুর বা ঠিকা শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে খুশির খবর শোনানোর পাশাপাশি দিল্লিবাসীকে সতর্ক করতে ভুলে যাননি কেজরিওয়াল। তিনি জানান, আনলক পর্বে দিল্লিবাসীকে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। অন্যথা সংক্রমণ বাড়লে ফের লকডাউনের পথে হাঁটতে হবে দিল্লি সরকারকে। রাজধানীর বর্তমান কোভিড পরিস্থিতি বলছে, বৃহস্পতিবার দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১০৭২ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গিয়েছেন ১১৭ জন। এপ্রিলের ১৫ তারিখের পর এই প্রথম দিনে এত কম মৃত্যু ঘটল দিল্লিতে। ১৫ এপ্রিল এই সংখ্যাটা ছিল ১১২জন।  


তবে দিল্লি একা নয়, আগামী ১ জুন থেকে আনলক পর্ব শুরু হচ্ছে মধ্যপ্রদেশে। সম্প্রতি এই ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে ৩১ মে পর্যন্ত রাজ্যে লকডাউনের বিধি জারি রাখতে বলেছেন তিনি।