শান্তিনিকেতন: পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া ঘিরে সকাল থেকে অশান্ত শান্তিনিকেতনর। পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির নেতৃত্বে হাজারখানেক মানুষ মিছিল করেছেন। ভেঙে ফেলা হয়েছে অর্ধনির্মিত পাঁচিল, ভাঙা হয়েছে বিশ্বভারতীর অস্থায়ী অফিস, নির্মাণ সরঞ্জাম।
সম্প্রতি পৌষ মেলার মাঠ ঘিরে ফেলার কাজ শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুরু হয় পাঁচিল তৈরির কাজ। এ নিয়ে শনিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঠিকাদারকে মারধর করেন ব্যবসায়ীরা। এলাকায় মিছিলও করেন তাঁরা। প্রতিবাদে গতকাল উপাচার্যের নেতৃত্বে মিছিল করেন অধ্যাপক-শিক্ষা কর্মীরা। এরপর আজ সকালে পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির নেতৃত্বে মিছিল হয়। এরপরই ভেঙে দেওয়া হয় নির্মাণ সরঞ্জাম ও বিশ্বভারতীর অস্থায়ী অফিস। এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূল বিধায়কের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই, বোলপুরবাসী হিসেবে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
পৌষ মেলার মাঠে উঠছে পাঁচিল, শান্তিনিকেতনে ধুন্ধুমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 11:16 AM (IST)
তৃণমূল বিধায়কের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই, বোলপুরবাসী হিসেবে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -