এগরা: করোনায় প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ ভোর সোয়া চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়।
৭৬ বছরের সমরেশ দাস ১৮ জুলাই করোনা আক্রান্ত হন। প্রথমে তাঁকে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৪ জুলাই সল্টলেকের আমরি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তিনি ভেন্টিলেশনে ছিলেন। আজ ভোরে তৃণমূল বিধায়কের মৃত্যু হয়। এগরা বিধানসভা কেন্দ্র থেকে পরপর পাঁচবার জয়ী হন সমরেশ দাস। প্রথমে ছিলেন বাম বিধায়ক। পরে তৃণমূলে যোগ দেন।
এর আগে করোনায় মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক কালীঘাটের বাসিন্দা তমোনাশ ঘোষের।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও করোনা আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে কাশির সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল করোনা পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ আসে।
আপাতত হোম আইসোলেশনে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। সমস্যা বাড়লে কোভিড হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন।
করোনায় মারা গেলেন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 09:53 AM (IST)
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও করোনা আক্রান্ত হয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -