মুর্শিদাবাদ: জমি ও পাওনা বিবাদে ছত্তিশগড়ে মুর্শিদাবাদের এক ঠিকাদারকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম বানিরুল ইসলাম, তিনি রঘুনাথগঞ্জের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, পরশু ও গতকাল - দু’দিন ধরে দফায় দফায় মারধর করা হয় তাঁকে।
কাশ্মীরের কুলগামে জঙ্গিদের বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল মুর্শিদাবাদের ৫ শ্রমিককে। আর তার অল্প ক’দিনের মধ্যে ভিনরাজ্যে ফের খুন মুর্শিদাবাদের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ছত্তিশগড়ের কানচের থানা এলাকায় ঠিকাদারির কাজ করতেন বানিরুল ইসলাম। সম্প্রতি ছোট কাপসি এলাকায় একটি জমিও কেনেন তিনি। পরিবারের অভিযোগ, সেই জমি বিক্রি করা নিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে তাঁর বিবাদ চলছিল। এছাড়া, ঠিকাদার হিসেবে ওই বাসিন্দাদের কাছ থেকে তাঁর নাকি টাকাও পাওনা ছিল। এ নিয়ে বিবাদের জেরে রবি ও সোমবার তাঁকে দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ।
দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে পরিবার। আজ নিহতের বাড়িতে যান রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক মহম্মদ আখরুজ্জামান। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
কাশ্মীরের পর ছত্তিশগড়, পিটিয়ে মারা হল মুর্শিদাবাদের ঠিকাদারকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Nov 2019 03:49 PM (IST)
আজ নিহতের বাড়িতে যান রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক মহম্মদ আখরুজ্জামান। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -