কোচবিহার: কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে জেলার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। দুই তরফেই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও কোচবিহার জেলার রাজনীতিতে শোরগোল। আধঘণ্টা একান্তে আলোচনা হয় তাঁদের, যা ঘিরে রাজনীতিতে নতুন জল্পনার সূত্রপাত হয়েছে। তবে জল্পনা, অনুমান উড়িয়ে মিহিরবাবুর দাবি, এটা সৌজন্যের সাক্ষাৎ, আমাদের দলেই তো ও ছিল, সুযোগ পেয়ে এসেছে দেখা করতে, এটার পিছনে অন্য কোনও কারণ খোঁজার দরকার নেই ।
বৃহস্পতিবার দুপুরে মিহিরবাবুর বাড়িতে যান বিজেপি সাংসদ। এদিনের সাক্ষাৎ-কে সৌজন্যের মোড়ক দিলেও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনিও। নিশীথবাবু বলেন, মিহির যে কোনও দলের সম্পদ, উনি যদি বিজেপিতে আসতে চান স্বাগত।
রাজ্য-রাজনীতিতে তৃণমূলের পাল থেকে হাওয়া কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। সেই দলেরই সাংসদের সঙ্গে দলের বিধায়কের একান্ত আলোচনাকে ভাল চোখে দেখছে না তৃণমূল। কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, সৌজন্য সাক্ষাৎ না অন্য কিছু, তা ওঁরাই বলতে পারবেন। তবে এটাও হতে পারে নিশীথ নিজেই হয়তো তৃণমূলে যোগদান করতে চাইছেন, তাই আমাদের বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করে থাকতে পারেন।
এদিকে, দলের কাজকর্ম নিয়ে বীতশ্রদ্ধ হয়ে অক্টোবরের শুরুতেই সমস্ত সাংগঠনিক পদ ছেড়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। তোপ দেগেছিলেন ভোটকুশলী সংস্থা প্রশান্ত কিশোরের টিমের কাজকর্ম নিয়ে। বলেছিলেন, আমি সমস্ত সাংগঠনিক পদ ছাড়লাম। ঠিকাদারি সংস্থাকে দিয়ে দল চালালে ভাল হবে না বলেও মন্তব্য করেছিলেন। এরপর থেকেই মিহিরবাবুর রাজনৈতিক অবস্থান ঘিরে চলছে জল্পনা, যাতে ঘৃতাহুতি দিল তাঁর বাড়িতে বিজেপি সাংসদের আগমন।