বালেশ্বর : রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission) থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে ? এনিয়ে আগেই প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী জ্ঞানেশ্বরীর প্রসঙ্গ টেনে আনতেও ভোলেননি। এবার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমে কোনও মন্তব্য করতে না চাইলেও, পরে বলেন, "আমি চাই সত্যটা বেরিয়ে আসুক। সত্যিটা যেন ধামাচাপা না দেওয়া হয়!" তিনি বলেন, "মানুষের সঙ্গে থাকতে হবে। পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আর সেই জন্যই সত্যিটা বেরিয়ে আসা দরকার।"  


একসময় রেলমন্ত্রকের দায়িত্ব সামলানো মমতা, বালেশ্বর দুর্ঘটনায় CBI তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, সাঁইথিয়া এবং জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্তভার CBI-কে দেওয়া হয়েছিল। কিন্তু একযুগ কেটে গেলেও, কিছু হয়নি। তাই বালেশ্বরের ক্ষেত্রে রেলের সেফটি কমিশনকে তদন্তভার দেওয়া উচিত বলে জানান মমতা। এই আবহেই বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। বিপর্যয়ের (Balasore Train Accident) দিন কোন রেলকর্মীরা উপস্থিত ছিলেন সকালের ডিউটিতে, কারা ছিলেন বিকেলে ? উপস্থিত হওয়া রেলকর্মীদের তালিকা তৈরি করেছে সিবিআই (CBI)। সূত্রের আরও খবর, কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সিবিআইয়ের প্রশ্ন, দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে (Panel Control Room) ? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন ? সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। এই প্রসঙ্গেই মমতার বক্তব্য,  "আমি চাই সত্যটা বেরিয়ে আসুক।" মমতার এই বক্তব্যের কারণ হিসাবে একাংশের দাবি, দুর্ঘটনায় গাফিলতির প্রসঙ্গ সামনে এলে কেন্দ্রের বিভিন্ন সময়ে রেল সুরক্ষা নিয়ে গালভরা প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়ে যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এমন কোনও সম্ভাবনা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা ? এমনই অভিযোগ তুলছে একাংশ।


বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, ৩ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস।


 আরও পড়ুন ; সকালে-বিকালে কারা ছিলেন ডিউটিতে ? ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে তালিকা তৈরি CBI-এর