নয়াদিল্লি: ভারতে করোনার ভয়ঙ্কর প্রকোপ। রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ পেরিয়ে গেল। একদিনে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৫৫১। যা বিশ্বরেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। এটাও এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে ৩৬ দিন ধরে ভারত দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এক নম্বরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখেও ভারত বিশ্বে অন্য সব দেশের আগে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের। আক্রান্ত ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৫। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৫ হাজার ৭৩৫।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৭২। দেশে সুস্থতার দৈনিক সংখ্যাও কমেছে। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সুস্থতার সংখ্যা ৭০ হাজার ৮৮০। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৭২ হাজার ৯৩৯।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, গত ২৯ দিনে সুস্থতার সংখ্যা ১০০ শতাংশ বেড়েছে।