কলকাতা: এবার করোনা হানা সরাসরি রাজ্যের প্রশাসনিক ভবনে। করোনা আক্রান্ত হলেন নবান্নের এক আইএএস অফিসার। আক্রান্ত ওই আমলাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে ওই অফিসারের চেম্বার।
এর আগে, জুন মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হন নবান্নের আমলা-আধিকারিকদের চার গাড়িচালক।। এই চার জনের মধ্যে তিন জনই বসেন নবান্নের চোদ্দ তলায়, যেখানে মুখ্যমন্ত্রীর সচিবালয়। তখনও ভালভাবে স্যানিটাইজ করা হয় সেক্রেটারিয়েট বিল্ডিং।
এ রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হন রাজ্যের উচ্চপদস্থ এক আমলার লন্ডন ফেরত পুত্র। যদিও ওই আমলার শরীরে তখন সংক্রমণ ঘটেনি।
করোনা আক্রান্ত নবান্নের আইএএস অফিসার, আছেন কোয়ারেন্টিনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jul 2020 05:48 PM (IST)
এর আগে, জুন মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হন নবান্নের আমলা-আধিকারিকদের চার গাড়িচালক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -