নয়াদিল্লি: বক্সারের পর এবার পাটনা। বিহারে ফের নদীতে ভেসে উঠল মৃতদেহ। দুদিন আগেই ৭১টি মৃতদেহ উদ্ধার করেছে বিহার সরকার। আজ, বৃহস্পতিবার পাটনার গুলাবি ঘাটের কাছে গঙ্গায় মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
ফের সেই অমানবিক, মর্মান্তিক, শিউরে ওঠার মতো ছবি। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে যে কী অবস্থা, তা প্রতিদিন নদীতে ভেসে যাওয়া এই দেহগুলি দেখলেই বোঝা যায়। বৃহস্পতিবার দেখা যায় পাটনার গঙ্গার ঘাটের কাছে নদীতে ভাসছে বেশ কয়েকটি মৃতদেহ। কয়েকটা আটকে রয়েছে পাড়ে। গন্ধে নদীর ত্রিসীমানায় যেতে পারছেন না গ্রামবাসীরা। পিপিই পরা ওই মৃতদেহের উপরে বসছে কাক, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কুকুর।
পাটনার জেলা শাসক চন্দ্র শেখর সিংহ জানিয়েছেন, এক শিশুর দেহ সহ একাধিক মৃতদেহ পাটনার নদীতে ভেসে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, গুলাবি ঘাট তীরবর্তী অঞ্চল ব্যবহার করা সৎকারের জন্য। কোথাও কোনও দেহ স্তূপ করে রাখা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শাসক। নদীতে দেহ ফেলে না রেখে যাওয়ার আবেদন করেছেন চন্দ্র শেখর সিংহ। ওই দেহ উদ্ধার করে সসম্মানে সৎকার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের গঙ্গায় ভাসতে দেখা যায় শয়ে শয়ে মৃতদেহ। নদীর পাড়ে শতাধিক দেহের স্তূপ। মৃতদেহের চারপাশে উড়ে বেড়ায় কাক। গহমেড় এলাকায় প্রায় ১ কিলোমিটারের মধ্যে গঙ্গায় প্রায় ১০০টি দেহ ভেসে এসেছে। বলিয়াতেও একই ছবি সামনে আসে। গঙ্গায় ভাসতে দেখা যায় একাধিক মৃতদেহ। বিহারেও একই অমানবিকতা। সোমবারই বক্সারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যায়। কোনওটা আধপোড়া, কোনও দেহে পচন ধরেছে। এমনকী, অ্যাম্বুল্যান্স থেকে দেহ নামিয়ে সৎকার নয়, ছুঁড়ে নদীতে ফেলার ভাইরাল ছবিও সামনে আসে। গতকাল, মধ্যপ্রদেশ পান্না জেলার রুঞ্জ নদীতে ভাসতে দেখা ৬টির বেশি পচাগলা মৃতদেহ। করোনায় মৃত্যুর পর দেহ সত্কার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।