জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: করোনার জেরে মত্স্যজীবীদের বাংলাদেশের দিকে যেতে নিষেধ করল পুলিশ। আজ মত্স্যজীবীদের নিয়ে সুন্দরবন জেলা পুলিশ বৈঠকে বসে, সেখানে এ কথা জানানো হয়।
করোনা-শঙ্কার মাঝেই এবার মত্স্যজীবীদের জন্য বাড়তি সতর্কতা। সুন্দরবন সহ বিস্তীর্ণ উপকূলের মত্স্যজীবীদের নিয়ে লট এইট কোস্টাল থানা এলাকায় বৈঠক করল সুন্দরবন জেলা পুলিশ। একাধিক মত্স্যজীবী সংগঠনের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ-প্রশাসনের কর্তারা। সেখানেই মত্স্যজীবীদের বাংলাদেশের দিকে যেতে নিষেধ করা হয়। সুন্দরবন সামুদ্রিক শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, সমুদ্র থেকে ফিরলে তাঁদের পরীক্ষা করা হচ্ছে, প্রশাসনের নির্দেশ সব মৎস্যজীবীকে জানাচ্ছেন তাঁরা।
লট এইট কোস্টাল থানা এলাকার স্বরূপনগর গ্রামে এদিন ছিল বিশালাক্ষীর পুজো। মণ্ডপ চত্বরে প্রায় ৭০০ মানুষ জড়ো হন। গ্রামে মেলা বসে। কিন্তু, করোনা আশঙ্কায় সেই মেলা ও জমায়েত বন্ধ করে দেয় প্রশাসন। এই এলাকার অনেকেই ভিনরাজ্যে কর্মরত। প্রশাসন জানিয়েছে, বাড়ি ফিরলেই তাঁদের আগে চিহ্নিত করা হবে, হবে শারীরিক পরীক্ষা।
করোনা: বাংলাদেশের দিকে যেতে নিষেধ করা হল, মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক সুন্দরবন জেলা পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Mar 2020 10:30 PM (IST)
সুন্দরবন সামুদ্রিক শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, সমুদ্র থেকে ফিরলে তাঁদের পরীক্ষা করা হচ্ছে, প্রশাসনের নির্দেশ সব মৎস্যজীবীকে জানাচ্ছেন তাঁরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -