কলকাতা: করোনার আতঙ্ক রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লকডাউনের সরকারি নির্দেশ মানতে বহু লোকের আপত্তি। কোচবিহার, কার্শিয়াং, শিলিগুড়ি, সোনারপুর এমনকী কলকাতা— সর্বত্র রাস্তায় দেখা গেল এক শ্রেণির মানুষকে। আর তাঁদের বাগে আনতে রাস্তায় নামল পুলিশ।
করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে হবে! তাই মানুষের স্বার্থেই আর সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কার্যকর হয়েছে লকডাউন। কিন্তু নিজের ভালটাও বুঝলেন না অনেকেই। লকডাউন উপেক্ষা করে রাস্তায় বার হলেন বহু মানুষ। তাঁদের ঘরে ফেরানোর কাজ করল পুলিশ। তবে কোথাও আবার বেপরোয়াদের বাগে আনতে চালাতে হল লাঠিও!
পুলিশের অনেক বোঝানো সত্ত্বেও রাস্তা থেকে সরতে রাজি ছিলেন না কেউ কেউ। যেরকমটা দেখা গেল শিলিগুড়ির ভেনাস মোড়ে। এরপরই লাঠি চালাতে শুরু করে পুলিশ। নামানো হয় আধা সেনাও। দার্জিলিং জেলার কার্শিয়ঙেও সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় বেরিয়েছিলেন অনেকে। সেখানে তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠায় পুলিশ। দিঘায় অবশ্য আলাদা ছবি। কয়েকদিন আগেও যেখানে পর্যটকদের ভিড় দেখে অনেকে সংক্রমণের আশঙ্কাকরছিলেন, আজ সেই সৈকত ছিল কার্যত খালি। কিন্তু দিঘার আশপাশের কিছু দোকানপাট খোলা ছিল। পরে বন্ধ করে দেয় পুলিশ। রাস্তায় বার হওয়ায় কোথাও আবার খুলে দেওয়া হল অটো রিক্সার চাকার হাওয়া।
পূর্ব মেদিনীপুরের এগরাতেও লকডাউন উপেক্ষা করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে। কিন্তু সেখানে প্রশাসনের ভূমিকা নজরে পড়েনি।
কোচবিহারের বিভিন্ন জায়গায় মানুষজন রাস্তায় নামলেও, তাঁদের বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ।