কলকাতা: ফের টুইট অস্ত্রে রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  রাজ্যে যাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল অবাধে ঘুরতে পারে সে জন্য ওই টুইট বার্তায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন। একই সঙ্গে লিখেছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে যা করা হয়েছে তাতে তিনি উদ্বিগ্ন।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাজ্যপাল লিখেছেন, পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের লাল কার্পেট অভ্যর্থনা করা হয়েছে। এই সফরে কী লাভ হবে জানানো হোক। সংবিধান মেনে চলুন।  যাঁরা দায়িত্বপ্রাপ্ত, তাঁরাই ব্যবহার করুন মাইক আর ঝাঁটা। মন্তব্য তাঁর।