কলকাতা: ভারতে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা ৩০। সারা দেশ জুড়েই ছড়াচ্ছে আতঙ্ক। এরই মধ্যে করোনা-সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সন্দেহে ভরতি হলেন বাংলাদেশের মহিলা। শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গে ভুগছেন তিনি। ওই মহিলার স্বামী দুবাই থেকে ফিরেছেন।
অন্যদিকে ভগবানপুরে ইন্দোনেশিয়া-ফেরত এক যুবককে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তাঁর শরীরেও একাধিক উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গেছে। করোনা-আক্রান্ত সন্দেহে তাঁকেও আনা হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে।
দিল্লির দাঙ্গা থেকে নজর ঘোরাতেই করোনাভাইরাস নিয়ে হইচই করা হচ্ছে বলে উত্তরবঙ্গের দু’টি সভা থেকে বুধবার মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনাভাইরাসে মৃত্যু দুঃখজনক, কিন্তু দিল্লিতে যাঁরা মারা গেলেন, তাঁদের কেউ করোনা, ডেঙ্গি বা ম্যালেরিয়ায় মারা যাননি।
করোনা নিয়ে‘বাড়াবাড়ি’বলে কেন্দ্রকে দুষলেও রাজ্যের হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যের ১৮টি হাসপাতালে মোট ৯২টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়ে গিয়েছে।