ওয়াশিংটন: সারা দুনিয়ায় নোভেল করোনাভাইরাস সংক্রমণের ইস্যুতে চিনকে ফের কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের। তিনি ট্যুইট করেছেন, করোনাভাইরাস ছেয়ে যাচ্ছে সর্বত্র। এটা চিন থেকে পাওয়া খুব ‘বাজে’ একটা উপহার। একেবারেই ভাল নয়।
কয়েক মাস আগে চিনের উহান শহরে প্রথম মাথাচাড়া দেয় করোনাভাইরাস। সেখান থেকে তা একের পর এক দেশে, পৃথিবীর প্রায় সর্বত্র ছড়াতে থাকে। কোথা থেকে এই মারণ ভাইরাস এল, তা নিয়ে জল্পনার মধ্যেই আমেরিকা দাবি করে, উহানের গবেষণাগারেই তার সৃষ্টি হয়েছে, সেখান থেকে জন্তুজানোয়ারের মাংসের বাজারের মাধ্য়মে তা ছড়িয়েছে। যথারীতি চিন এই অভিযোগ খারিজ করে। মার্কিন প্রেসিডেন্ট নিজে উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মহলকে দিয়ে চিনের বিরুদ্ধে এ নিয়ে তদন্তের দাবি তোলান। চিন প্রথমে এই ভাইরাস সংক্রমণের তথ্য চেপে রেখেছিল বলে অভিযোগও করেন তিনি। করোনাভাইরাসকে তিনি ‘চিনা ভাইরাস’ তকমাও দেন। আজ ফের চিনকে কটাক্ষ করলেন তিনি।




এদিকে আমেরিকায় করোনাভাইরাস অতিমারী সংক্রমণে মৃত্যু এক লক্ষ ছোঁয়ার পর শোক প্রকাশ করে ট্রাম্প ট্যুইট করেছেন, করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখে পৌঁছল। একটা খুবই দুঃখের মাইলফলকে সবেমাত্র পা দিলাম আমরা। মৃতদের সবার পরিবার, বন্ধুবান্ধবদের আমার আন্তরিক সমবেদনা, হৃদয়ের সহানুভূতি, ভালবাসা জানাতে চাই, এই মহান মানুষগুলো যার প্রতিনিধিত্ব করেন, সেইসব কিছুর জন্য। ঈশ্বর আপনাদের সহায় হোন।