নয়াদিল্লি: অষ্টম শ্রেণি পর্যন্ত এবার রাজ্যে সবাই পাস। করোনার আবহে সিদ্ধান্ত রাজ্য সরকারের। এ বছর কোনও পড়ুয়াকে ক্লাসে আটকানো যাবে না। নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাসের ভাবনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল একই সিদ্ধান্ত নিয়েছিল সিবিএসই।
প্রসঙ্গত, শেষের দিকে গিয়ে থমকে গিয়েছিল আইসিএসই, আইএসসি, সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা। এই প্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে আবেদন করা হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র কাছে।
সেই আবেদনের ভিত্তিতে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে সিবিএসই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই পাস। নবম ও একাদশ শ্রেণিতে অভ্যন্তরীণ মূল্যায়ন করতে পারে সংশ্লিষ্ট স্কুল। তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে অনলাইন বা অফলাইন টেস্ট নিতে পারে স্কুল।
দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হবে ২৯টি মূল বিষয়ে। বাকি বিষয়ে পরীক্ষা নেওয়ার দরকার নেই। কোন ২৯টি বিষয়ে পরীক্ষা হবে তা বোর্ডের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আইআইটি দিল্লি যে জয়েন্ট এন্ট্রান্স অ্যডাভান্সড পরীক্ষা নেয় তা স্থগিত রাখা হয়েছে। ১৭ মে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।