লন্ডন: ফের করোনার ধাক্কা। নতুন স্ট্রেন থেকে সংক্রমণের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। আর তাতেই বাতিল হয়ে গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার নতুন স্ট্রেনের সংক্রমণের জেরে এই সফর বাতিল করলেন বরিস জনসন।


ব্রিটিশ হাই কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বরিস জনসন। দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ গ্রহণও করেন বরিস জনসন। কিন্তু পরে সেই চিত্র বদলে যায়। করোনা আবহে ভারতে আসছেন না বলে জানা যায়।


সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী বরিস জনসনের। নরেন্দ্র মোদির সঙ্গে সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু পূর্ব নির্ধারিত এই সূচি বাতিল করতে হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি যেতে পারছেন না বলে দুঃখপ্রকাশ করেছেন।


গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম করোনার এই স্ট্রেনের হদিশ পাওয়া যায় ব্রিটেনে। ডিসেম্বর মাস থেকে মেলে সংক্রমণের খবরও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসে অন্য স্ট্রেনের তুলনায় এই স্ট্রেনের সংক্রমিত হওয়ার ক্ষমতা ৭০ শতাংশ বেশি। এই আবহে একাধিক দেশ কড়া বিধি নিষেধ আরোপ করেছে। নতুন স্ট্রেন থেকে আক্রান্ত হয়েছেন বিদেশ ফেরত ভারতীয়রা। এখনও পর্যন্ত ভারতে নতুন স্ট্রেন থেকে আক্রান্তের সংখ্যা ৭১। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন।


উল্লেখ্য, ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেন। সংক্রমণের আবহে ফের লকডাউন ঘোষণা করল ব্রিটেন। গতকাল রাত থেকে ফের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদ মাধ্যমে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে বন্ধ থাকবে সব স্কুল। নির্দেশ মেনে খুলবে বাজার-দোকান।