নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার কালো ছায়া দেশের শিক্ষার আঙিনায়। দেশের একাধিক রাজ্যের মতো উত্তরপ্রদেশেও মারণ ভাইরাসের জেরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। পিছিয়ে গিয়েছে পরীক্ষাসূচি। এই অবস্থায় যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশ, সব সরকারি প্রাথমিক স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে না, তাদের ওপরের ক্লাসে তুলে দেওয়া হবে। জনৈক সরকারি অফিসার এই সিদ্ধান্ত জানিয়েছেন। প্রাথমিক স্কুলগুলিতে পরীক্ষা হওয়ার কথা ছিল ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে।
সরকারি অফিসারটি বলেছেন, প্রাথমিক শিক্ষা দপ্তর পরিচালিত স্কুলগুলিতে পাঠরত ক্লাস ওয়ান থেকে এইটের সব ছেলেমেয়েকে পরীক্ষা ছাড়াই উঁচু ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ জারি করা হয়েছে। সব স্কুল ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রেনুকা কুমার মঙ্গলবার রাতে জারি করা নির্দেশিকায় একথা জানিয়েছেন।
রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা, যিনি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত, বলেছেন যে, স্কুল বন্ধ থাকছে বলেই ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় ওপরের ক্লাসে তুলে দেওয়ার সিদ্ধান্ত। তাদের সারা বছরের পারফরম্যান্স দেখে প্রমোশন দেওয়া হবে বলে জানিয়েছেন শর্মা।
মঙ্গলবারই উত্তরপ্রদেশ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, পর্যটনস্থল বন্ধ রাখার মেয়াদ ২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রুখতে বাড়ি থেকে কাজ করার নিয়ম যতটা সম্ভব চালুও করেছে। প্রতিযোগিতামূলক যাবতীয় পরীক্ষাও ২ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকছে।
২০২০র হাইস্কুল, ইন্টারমিডিয়েট পরীক্ষার খাতা দেখার কাজও পিছিয়ে গিয়েছে ২ এপ্রিল পর্যন্ত।
শিক্ষকরাই প্রথম করোনাভাইরাস সংক্রমণের ভয়ে পরীক্ষাকেন্দ্রে আসা বন্ধ করে দেন। যার ফলে এমন পদক্ষেপ। এর জেরে সংশ্লিষ্ট পরীক্ষার ফল ঘোষণা প্রক্রিয়াতেও বিলম্ব ঘটবে।