মঙ্গলবার রাজ্যে প্রথম করোনা আক্রান্ত কলকাতারই বাসিন্দা। গতকাল নাইসেডের রিপোর্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এখন বেলেঘাটা আইডিতে ভর্তি করোনা আক্রান্ত তরুণ। তাঁর কাশি ও সর্দি রয়েছে। গত রবিবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। কিন্তু শরীরে ছিল না রোগের কোনও লক্ষণ। বিদেশ থেকে ফিরে তাঁকে বাড়িতে থাকতে বলা হলেও, তিনি বিভিন্ন জায়গায় ঘোরেন বলে জানা গিয়েছে। রবিবার থেকে মঙ্গলবার, কী কী করেছিলেন ওই তরুণ?
রবিবার ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। বিমানবন্দর থেকেই তাঁকে বেলেঘাটা আইডিতে যেতে বলা হয়। কিন্তু ওই দিন হাসপাতালে ভর্তি হননি ওই তরুণ।
সোমবার মায়ের সঙ্গে এম আর বাঙুর হাসপাতালে যান তিনি। সেখানে ডেপুটি সুপারের ঘরে তাঁকে পরীক্ষা করেন হাসপাতালের করোনা সংক্রান্ত নোডাল অফিসার। সঙ্গে ছিলেন একজন রোগী সহায়ক। ওই দিনও হাসপাতালে ভর্তি হননি তিনি।
পরে প্রশাসনিক স্তর থেকে বেলেঘাটা আইডির সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার বেলেঘাটা আইডিতে ভর্তি হন ওই তরুণ।
এম আর বাঙুরের রোগী সহায়ক ও যে নোডাল অফিসার তাঁকে পরীক্ষা করেছিলেন তাঁদের ২ সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিন করা হয়।
ইতিমধ্যেই জীবাণুমুক্ত করা হয়েছে ডেপুটি সুপারের ঘর। পাশাপাশি, আক্রান্তের মা, বাবা ও ২ জন গাড়িচালককে নিউটাউনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তৎপর রাজ্য। এখনও পর্যন্ত রাজ্যে ১২ হাজার ২২৬ জনকে বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে ৩৬ জনকে। করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন ১৮ জন। এর মধ্যে গতকাল ১০ জনকে ভর্তি করা হয়।
রবিবার থেকে মঙ্গলবার, কী কী করেছিলেন করোনা আক্রান্ত কলকাতার তরুণ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2020 10:50 AM (IST)
রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ কলকাতায়। কোয়ারেন্টিনে মা-বাবা-গাড়ির ২ চালক। আক্রান্তের সংস্পর্শে আসায় আসতে নিষেধ এমআর বাঙ্গুরের নোডাল অফিসার, সহায়ক কর্মীকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -