কলকাতা: মুখ্যসচিবকে ফের চিঠি পাঠালেন কলকাতায় আসা কেন্দ্রীয় দলের প্রধান তথা প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র।


কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘রাজারহাট সিএনসিআই এবং বাঙুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশাল সংখ্যক রোগী ৫ দিন বা তার বেশি করোনা পরীক্ষার ফল জানার জন্য অপেক্ষায় রয়েছেন। সিএনসিআই-এ ৪ জন রোগী অপেক্ষা করছেন ১৬ তারিখ থেকে, ২ জন ১৭ তারিখ থেকে এবং ৩ জন ১৮ তারিখ থেকে। বেশ কিছু রোগীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। পরীক্ষার ফল জানতে কেন এত দেরি হচ্ছে তা স্পষ্ট নয়। পরীক্ষার ফল জানতে এত দেরি হওয়ার ফলে যাঁরা করোনা নেগেটিভ, তাঁদেরও অপেক্ষা করতে করতে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে।‘


‘বাঙুর হাসপাতালে রোগী ভর্তির সময় বিশৃঙ্খলা হচ্ছে। অপেক্ষা করার জায়গায়  সামাজিক দূরত্বের বালাই নেই! অন্তত ২ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও কোনও রকম পরিষেবা মিলছে না। অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের বাঙুর হাসপাতালে রেফার করা হচ্ছে। কিন্তু রোগীদের নিজেদেরকেই এসে রিপোর্ট করতে হচ্ছে, কোনও রকম নিরাপত্তা পাচ্ছেন না। এর ফলে রেফার করা হলেও কোনও রোগীর বাঙুরে না আসতেই পারেন, বা এলেও দেরি করে রিপোর্ট করতে পারেন।‘

‘৩৫৪ জন করোনা আক্রান্তের চিকিৎসা চললেও মাত্র ১২টি ভেন্টিলেটর বেড রয়েছে বাঙুর হাসপাতালে। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে, ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন সত্ত্বেও ভেন্টিলেটর না থাকলে রোগীকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।‘


‘সোশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, ওয়ার্ডের মধ্যেই পড়ে রয়েছে মৃতদেহ। এ বিষয়ে কেন্দ্রীয় দলকে জানানো হয়, ওয়ার্ডের মধ্যে মৃতদেহ থাকাটা স্বাভাবিক, কারণ মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দিতে সময় লাগে অন্তত ৪ ঘণ্টা। তারপর দেহ সরানো হয়। কিন্তু এতটা সময় কেন মৃতদেহ ওয়ার্ডের অন্য রোগীদের চোখের সামনে ফেলে রাখা হচ্ছে তা স্পষ্ট নয়।‘


‘বাংলায় কেন এত কম করোনা পরীক্ষা? ৪ দিনে ৯০০ জনের পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে রাজ্য। কিন্তু রিপিট টেস্ট ও ফার্স্ট টেস্টের সংখ্যা কত? জানাক রাজ্য। স্ক্রিনিংয়ের পর কতজনের রিপোর্ট পজিটিভ, রিপোর্ট দিক রাজ্য।‘


‘স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা নিয়ে কোনও সরকারি নির্দেশ আছে কি? বিমার জন্য কেন্দ্রের প্রকল্প ও রাজ্যের প্রকল্প বাছতে পারেন স্বাস্থ্যকর্মীরা। এই নিয়ে রাজ্য কোনও নির্দেশিকা জারি করেছে কি? রাজ্যে অন্য রোগে মৃত্যু হলে তখনও অডিট কমিটি হয়?’ রাজ্যে পরিদর্শনের পর প্রশ্ন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের।