মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যার দ্রুত বৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে মহারাষ্ট্র সরকারের। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোমবার থেকে রাজ্য জন সমাবেশ যুক্ত রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ রাখার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে রাজ্যে ফের লকডাউন জারি করা হতে পারে। করোনা আক্রান্তের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি রাজ্যের সর্বস্তরে ত্রাসের সঞ্চার করেছে। রাজ্য সরকারও বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করা পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করেছে।
মহারাষ্ট্রের দুই জেলা অমরাবতী ও অচলপুরে আজ থেকে সম্পূর্ণ লকডাউন জারি হচ্ছে। আজ রাত আটটা থেকে ১ মার্চ সকাল ৮ টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। আকোলা, আকোট ও মুর্তিজাপুরে কাল সকাল ৬ টা থেকে ১ মার্চ সকাল ৬ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। যদিও এই জায়গাগুলি জরুরি পরিষেবা অব্যাহত থাকবে।
পুনে ও নাসিকে কাল রাত থেকে নাইট কার্ফু জারি হয়েছে। করোনা সংক্রমণের উর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে ওই শহরগুলিতে নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ফু রাত ১১ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্ফু থাকবে। সেইসঙ্গে পুনেতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে। নাসিকে প্রকাশ্যে মাস্ক ছাড়া দেখা গেলে নয় হাজার টাকা জরিমানা দিতে হবে।
এরইমধ্যে মহারাষ্ট্র সরকার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যে রাজ্য জুড়েই কঠোর নিয়মের ঘোষণা করেছে। মহারাষ্ট্রে আজ থেকে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সমাবেশ নিষিদ্ধ হয়েছে। পরিস্থিতি না শুধরালো মহারাষ্ট্রে ফের লকডাউন জারি হতে পারে।
মুখ্যমন্রী জ কড়া বার্তা দিয়ে বলেছেন, যাঁরা লকডাউন চান, তাঁরা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াবেন, অন্যদিকে, যাঁরা তা চান না, তাঁদের মাস্ক পরতে এবং সমস্ত নিয়ম মেনে চলতে হবে।
গত ১০ দিনে মহারাষ্ট্রে ৪৭ হাজার সংক্রমণের ঘটনা সামনে এসেছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে আক্রান্তর সংখ্যা বাড়তে শুরু করে এবং এরপর থেকে তা অব্যাহত রয়েছে। রবিবারের পরিংখ্যাণ অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬,৯৭১। এই নিয়ে পরপর তৃতীয় দিন রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ৬০০০-এর বেশি। প্রায় তিন মাস পর রাজ্যে গত শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০০০-এর বেশি হয়।